13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতীয় ওয়েবসাইটের ভিপিএন বন্ধ করে দিয়েছে চীন

Rai Kishori
June 30, 2020 11:30 am
Link Copied!

ভারতে চীনের ৫৯ টি অ্যাপ নিষিদ্ধর পর ভারতীয় ওয়েবসাইটের ভিপিএন বন্ধ করে দিয়েছে চীন। ফলে চীনে খুলছে না কোনও ভারতীয় ওয়েবসাইট। চীনের সমস্ত জায়গায় ভারতীয় ওয়েবসাইটের ভিপিএন বন্ধ করা হয়েছে বলে খবর।

ভারত নির্দিষ্ট নির্দেশিকা দিয়ে সাফ বার্তায় চীনা অ্যাপের ওপর নিষেধাজ্ঞা নিয়ে অবস্থান স্পষ্ট করে। অন্যদিকে, চীন নিঃসাড়ে কাউকে কিছু না জানিয়ে ভারতীয় ওয়েবসাইটগুলির ভিপিএন বন্ধ করে দিয়েছে।

ভারতের তরফে লাদাখ পরিস্থিতি নিয়ে একের পর এক কড়া জবাব যাচ্ছে চীনের দিকে। গ্রাউন্ড জিরোতে জবাব দেওয়ার পর মোদী সরকার ভার্চুয়াল এয়ারস্ট্রাইক চালু করেই চীনের ৫৯ টি অ্যাপকে ভারতে নিষিদ্ধ ঘোষণা করে।

ভিপিএন ব্লক করে কোনও সাইটএর ওপর নিষেধাজ্ঞা জারি করা কার্যত কঠিন। তবে চীন তা করে ফেলেছে। চীন একটি উন্নততর প্রযুক্তির হাত ধরে এই ভিপিএনগুলিকে ব্লক করে দিয়েছে।

উল্লেখ্য, ভারতীয় চ্যানেলগুলি আইপি টিভির মাধ্যমে দেখা যাচ্ছে চীনে। তবে গত ২ দিন ধরে চীনে ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখা যাচ্ছে না। এক্সপ্রেস ভিপিএন দিয়ে কোনও ভারতীয় ওয়েবসাইট সংযুক্ত করা যাচ্ছে না বলে খবর।

http://www.anandalokfoundation.com/