13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ভারতে অ্যাপ ব্যান হওয়ায় চীনের ক্ষতি ৬ বিলিয়ন ডলার, প্রশংসা আমেরিকার

Rai Kishori
July 1, 2020 11:38 pm
Link Copied!

চীনের উপর ডিজিটাল স্ট্রাইক অর্থাৎ ৫৯ টি অ্যাপ ভারতে ব্যান করে দেওয়ায় চীনের প্রায় ৬ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। অন্যদিকে ভারতের এই পদক্ষেপের প্রশংসা করেছে আমেরিকার বিদেশ মন্ত্রী মাইক পম্পিও।

আমেরিকার বিদেশ মন্ত্রী বলেন, আমরা চীনা মোবাইল অ্যাপ গুলোকে ভারতে ব্যান করার পদক্ষেপকে সমর্থন জানাচ্ছি। মাইক বলেন, এই অ্যাপ গুলো চীনের কমিউনিস্ট পার্টির নজরদারির অঙ্গ ছিল। এই পদক্ষেপ ভারতের সার্বভৌম ক্ষমতা, অখণ্ডতা আর রাষ্ট্রীয় সুরক্ষাকে মজবুত করবে।

এরমধ্যে এমনকিছু অ্যাপ রয়েছে যেগুলি ভারতে নোংরা ভিডিও ছড়িয়ে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের মানসিকতা খারাপ করতো। এছাড়াও এই চাইনিজ অ্যাপগুলি ভারতের চীনের হয়ে গুপ্তচরের কাজ করতো।

এছাড়াও ভারতের উন্মাদীরাও এই ইস্যুতে মোদী সরকারের উপর আক্রোশ প্রকাশ করতে শুরু করেছে। এখন এর প্রভাব চীনের মিডিয়াতেও দেখা মিলছে। চাইনিজ অ্যাপ ব্যান হওয়ায় চীনের মিডিয়া ক্ষতির হিসেব নিকেশ প্রকাশ করতে নেমে পড়েছে এবং মরাকান্না জুড়েছে।

http://www.anandalokfoundation.com/