13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দর দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষ, আটক ২

Link Copied!

বেনাপোল বন্দরকে দখলে নেওয়ার চেষ্টায় ক্ষমতাসিন দলের দুই গ্রুপের মধ্যে  ব্যপক সংঘর্ষের ঘটনা ১০-১২ জন লেবার শ্রমিক গুরুতর আহত হয়েছে। এতে করে বন্দর থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। এবং দুই জনকে আটক করেছে পুলিশ।
সোমবার( ২৮ মার্চ)  বেলা সাড়ে ১১ টা থেকে বন্দরে   দুই গ্রুপের শ্রমিকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলেছে।
আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানাধীন খড়িডাঙ্গা গ্রামের ইউসুফ আলী মোড়লের ছেলে আবুল কালাম (৪৮), একই থানার ছোট আঁচড়া গ্রামের সানার আলীর ছেলে আনসার আলী(৫০)
বন্দরে আহত লেবার শ্রমিকরা জানান, বেলা সাড়ে ১১ টার সময় তারা বন্দরের মধ্যে পণ্য খালাস করছিলো। এসময় বেনাপোল পৌর সভায় কাউন্সিলর রাশেদ তার অনুসারী লেবার শ্রমিকদের  নিয়ে বন্দরের মধ্যে হঠাৎ করেই বোমা হামলা ও এলোপাতাড়ি গুলি চালায়। এতে করে তারা বোমার আঘাতে আহত হয়েছে। এবং কয়েক জন গুরুতর আহত হওয়ার তাদেরকে যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে।
যশোরের নাভারন সার্কেলের (এএসপি) জুয়েল ইমরান জানান, বেনাপোল বন্দর দখলের চেষ্টায় দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ব্যপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় দুই জনকে আটক করা হয়েছে। এবং বার্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানান তিনি।
http://www.anandalokfoundation.com/