13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বকাপ মিশনে ওমানে বাংলাদেশ ক্রিকেট দল

খেলা ডেস্ক
October 4, 2021 9:25 am
Link Copied!

বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন সর্বোমোট ২১ জন। ১৪ জন ক্রিকেটারের সঙ্গে টিমবয় ৩ জন। সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান যোগ দেবেন আইপিএল পর্ব শেষে। সস্ত্রীক আগেই ওমানে পৌঁছে গেছেন লিটন দাস।

নানা নাটকীয়তার প্রায় আড়াই ঘণ্টা পর অবশেষে বিশ্বকাপ মিশনে ওমানের উদ্দেশে যাত্রা করেছে টাইগাররা। বাংলাদেশ দলের বহনকারী বিমানটি রাত ১.২০ মিনিটে ঢাকা ছাড়ে।

রোববার দুপুরে ঘূর্ণিঝড় শাহীন আঘাত হানে ওমানে। এতে লাল-সবুজের যাত্রা নিয়ে শঙ্কা জাগে।

সূচি অনুযায়ী ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা বাংলাদেশের অনুশীলন। চার দিন টানা অনুশীলনের পর ৯ অক্টোবর বাংলাদেশ দল যাবে সংযুক্ত আরব আমিরাতে। সেখানে একদিনের কোয়ারেন্টিন শেষে ১১ অক্টোবর আবার শুরু করবে অনুশীলন। এরপর ১২ অক্টোবর শ্রীলঙ্কা ও ১৪ অক্টোবর আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি ওয়ার্মআপ খেলে পরদিন আবার তারা ওমানে ফিরে আসবে।

১৬ অক্টোবর এক বেলা অনুশীলনের পরই বিশ্বকাপ মিশন শুরু হবে লাল-সবুজ জার্সিধারীদের। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ। ১৯ অক্টোবর স্বাগতিক ওমানের বিপক্ষে ম্যাচের পর ২১ অক্টোবর পাপুয়া নিউগিনির বিপক্ষে খেলবে। বাছাই পর্ব পার হতে পারলে পরদিনই আবার রওয়ানা দিতে হবে আরব আমিরাতের উদ্দেশে। সেখানে ২৫ অক্টোবর শারজাতে আফগানিস্তান ম্যাচ দিয়ে বাংলাদেশের ‘আসল’ বিশ্বকাপ শুরু হবে।

http://www.anandalokfoundation.com/