13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশের সামনে কঠিন টার্গেট টিম ইন্ডিয়ার

admin
November 10, 2019 10:16 pm
Link Copied!

টস ভাগ্য সঙ্গ দেয়নি৷ ইনিংসের শুরুটাও মনে রাখার মতো হয়নি৷ তা সত্ত্বেও নাগপুরে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের তৃতীয় তথা নির্নায়ক টি-২০ ম্যাচে বড় রানের ইনিংস গড়ে তোলে ভারত৷ সৌজন্যে লোকেশ রাহুল ও শ্রেয়স আইয়ারের জোড়া অর্ধ-শতরান৷

বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়া নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৪ রান তোলে৷ যার অর্থ, ম্যাচ জিতে প্রথমবার ভারতের বিরুদ্ধে টি-২০ তথা যে কোনও দ্বি-পাক্ষিক সিরিজের দখল নিতে বাংলাদেশের প্রয়োজন ১৭৫ রান৷ টি-২০ ক্রিকেটে ১৭৫ রান তুলে ম্যাচ জেতা কঠিন না হলেও নাগপুরের পিচের কথা মাথায় রাখলে কাজটা খুব সহজও হবে না টাইগারদের পক্ষে৷

ভারত ইনিংসের দ্বিতীয় ওভারেই রোহিত শর্মার উইকেট হারিয়ে বসে৷ মাত্র ২ রান করে শফিউল ইসলামের বলে বোল্ড হন হিটম্যান৷ শিখর ধাওয়ান ৪টি বাউন্ডারির সাহায্যে ১৬ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন৷ ধাওয়ানের উইকেটটিও তুলে নেন শফিউল৷

লোকেশ রাহুল ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৫ বলে ৫২ রান করে উইকেট দিয়ে আসেন৷ আল-আমিনের বলে লিটনের হাতে ধরা দেন লোকেশ৷ শুরুতেই স্লিপে জীবন দান পাওয়া শ্রেয়স আইয়ার ৬২ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে বড় রানের দিকে টেনে নিয়ে যান৷ ৩৩ বলের ইনিংসে শ্রেয়স ৩টি চার ও ৫টি ছক্কা মারেন৷ শ্রেয়সের উইকেটটি তুলে নেন সৌম্য সরকার৷

ঋষভ পন্ত আরও একবার ব্যাট হাতে ব্যর্থ হন৷ মাত্র ৬ রান করে সৌম্যর বলে বোল্ড হন তিনি৷ মণীশ পান্ডে ৩টি বাউন্ডারির সাহায্যে ১৩ বলে ২২ ও শিবম দুবে ৮ বলে ৯ রান করে অপরাজিত থাকেন৷

http://www.anandalokfoundation.com/