13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবীরদের জন্ম স্থানে নির্মিত গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর এর লাইব্রেরীয়ান ও দারোয়ান কাম কেয়ার-টেকারদের চাকুরী জাতীয়করণের দাবি

admin
June 6, 2018 4:05 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ বাংলাদেশকে বিট্রিশ শাসন থেকে স্বাধীন করার জন্য ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধে সংগ্রাম করে যারা শহীদ হয়ে বিভিন্ন খেতাবে ভূষিত হয়েছেন। তাদের স্বরণে যে সকল গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর নির্মিত হয়েছে।

এর মধ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নুরমোহাম্মদ শেখ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (নড়াইল) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মাদ মোস্তফা গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (ভোলা) বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেপ্টেন মতিউর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (নরসিংদী) বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (ফরিদপুর) বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (ঝিনাইদহ) বীরশ্রেষ্ঠ শহীদ মোঃ রুহল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (নোয়াখালী) বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (বরিশাল) ভাষা শহীদ রফিকউদ্দীন আহম্মেদ গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (মানিকগঞ্জ) ভাষা শহীদ আব্দুস ছালাম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (ফেনী) ভাষা শহীদ আঃ জব্বার গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (ময়মনসিংহ) মুক্তিযোদ্ধে সর্বাধীনায়ক মেজর জেনারেল (অবঃ) এম.এ.রব বীর উত্তম গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (হবিগঞ্জ) নওগা শিশু পাক পাঠাগার (নওগা) বঙ্গবীর মেজর জেনারেল (অবঃ) মুহাম্মদ আতাউল গনি উসমানী গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর (সিলেট) এই সকল প্রতিষ্ঠানের জন্ম স্থানে যারা লাইব্রেরীয়ান ও দারোয়ান কাম কেয়ার-টেকার পদে চাকুরী করেন এদের ঐসকল পরিবারের পক্ষ থেকে মাননীয় প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নিকট দাবি এদের চাকুরী অচিরেই মানবতার দিক থেকে জাতীয়করণ করা হোক।

http://www.anandalokfoundation.com/