মির্জা ফখরুল ইসলাম শপথ না নেওয়ায় শূন্য ঘোষণা হওয়া বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে দলের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মনসুর রহমানকে দলীয় মনোনয়ন দিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
আজ সোমবার বিকালে ৪টায় দলীয় চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেনের সভাপতিত্বে প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, “বাংলাদেশ কংগ্রেস নামের দলটিকে ‘ডাব’ প্রতীকে ৪৪ নম্বর দল হিসেবে নিবন্ধন দিয়েছে ইসি। আদালতের আদেশ মেনে এ সংক্রান্ত প্রজ্ঞাপন করা হয়েছে।” বর্তমানে ইসিকে ৪১টি দল নিবন্ধিত রয়েছে।