কুড়িগ্রামের ফুলবাড়ীতে১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার সকাল সাড়ে নয় টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয় চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জাতীয় শোক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা পঙ্গু হাসপাতালের সাবেক পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মিয়া বাদশা, সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বকসী, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আব্দুল খালেক বসুনিয়া ,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি শামীমা আক্তার পারুল, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দারসহ আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে মাওলানা আজিজুল হাকিম মন্ডলের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ ই আগস্টে সকল শহীদের রুহের মাগফেরাত কামনা ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।