14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর ভূয়া পিএস গ্রেফতার

admin
June 14, 2016 7:01 am
Link Copied!

স্টাফ রিপোর্টারঃ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী এ্যাড. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পির ভূয়া পিএস পরিচয় দানকারী মামুনুর রশীদ ওরফে মামুন (৩৫) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আটক মামুন জেলার পার্বতীপুর উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের নুরুল ইসলামের পুত্র।

১২ই জুন (রবিবার) দুপুরে জেলার পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে তাকে আটক করে পার্বতীপুর মডেল থানা পুলিশ।

প্রাপ্ত অভিযোগে জানা যায়, মামুনুর রশীদ নিজেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে সাধারন মানুষের সাথে প্রতারনা ও চাঁদাবাজি করে আসছিল।

মামুন রংপুরের ফেরদৌস কবির নামে এক ব্যক্তির কাছ থেকে বড়কুপুররিয়া কয়লা খনিতে দু’জনকে চাকরী দেবার কথা বলে প্রথম কিস্তির ৫ লাখ টাকা গ্রহন করে। ফেরদৌস কবিরের বাবার নাম রফিকুল ইসলাম। বাড়ী রংপুর কোতয়ালী থানার জানকি ধাপেরহাট গ্রামে।

অনুরুপভাবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল ইসলাম (২৯) এর কাছ থেকে ৬ জনকে প্রাথমিকে সহকারী শিক্ষক হিসেবে চাকরী দেবার কথা বলে সে ৪ কিস্তিতে ১৩ লাখ ২৫ হাজার টাকা আদায় করে।

এ ব্যাপারে অভিযোগকারী ফেরদৌস কবিরের সাথে কথা বলে জানা যায়, মামনুর রশীদ দীর্ঘদিন ধরে মন্ত্রীর পিএস পরিচয় দিয়ে প্রতারণার মাধ্যমে সাধারন মানুষদের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।

রংপুর সদরের রিপন নামে এক ব্যক্তির কাছ থেকে সে ৫ লাখ টাকা আদায় করেছে বলে ফেরদৌস কবির উল্লেখ করেন।

এ দিকে মামুনুর রশীদ ওরফে মামুনের সাথে দিনাজপুর শহরে অবস্থানরত একজন ভিডিও ক্যামেরাম্যান জড়িত আছে বলে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়

http://www.anandalokfoundation.com/