13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে প্রথম টারবাইন উত্তোলন

ডেস্ক
November 1, 2022 10:52 am
Link Copied!

দেশের বৃহত্তম বায়ু বিদ্যুৎ প্রকল্প থেকে প্রথম টারবাইন উত্তোলনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রকল্প থেকে প্রতিদিন ৬০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

সোমবার (৩১ অক্টোবর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানান তিনি।

নসরুল হামিদ জানান, ‘কক্সবাজারের খুরুশকূলে নির্মাণাধীন দেশের বৃহত্তম (৬০ মেগাওয়াট) বায়ু বিদ্যুৎ প্রকল্পের প্রথম টারবাইন উত্তোলনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। আমরা আশা করছি ২০২৩ সালের মে-জুন থেকে শুরু হবে বিদ্যুৎ উৎপাদন। ক্লিন এনার্জির মাধ্যমে পরিবেশবান্ধব জ্বালানি উৎপাদনে এই প্রকল্প বাংলাদেশকে নতুন পথ দেখাবে।’

প্রকল্পের আওতায় কক্সবাজারের শুরুশকূল, বিএমখালী, চৌফলদণ্ডি ও ভারুয়াখালী ইউনিয়নের টারবাইনগুলো (পাখা) নির্মাণ করা হচ্ছে।

খুরুশকূলের বায়ু বিদ্যুৎ প্রকল্পের কাজ এ বছরের ৩ মার্চ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

এ প্রকল্প ছাড়াও কক্সবাজারের ইনানীতে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন আরও একটি বায়ু বিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।

http://www.anandalokfoundation.com/