“আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন দেশের ৭০ শতাংশ জনগণ নাকি তাঁদের দলকে ভোট দিতে মুখিয়ে আছে। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে, শুধু রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু স্থানে নয়, এই স্বৈরাচার সরকারকে বিদায় করতে মুখিয়ে থাকা জনতার প্রতিটির ঘরেই আজ মুক্তির সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।” বলেছেন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম চেয়ারম্যান ববি হাজ্জাজ।
শুক্রবার (২৮ জুলাই) বিকালে রাজধানীর মালিবাগ মোড়ে অবস্থিত দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এই সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারি আমলাদের উদ্দেশ্যে ববি হাজ্জাজ বলেন, “সচিবালয়ে আপনারা একসাথে বৈঠক করেছেন শুনেছি। আশা করবো আপনাদের শুভবুদ্ধির উদয় হবে। জনতার আন্দোলনে নৈতিক সমর্থন দিন। এই অবৈধ সরকারের দুর্নীতি, অর্থপাচার, মানাবাধিকার হরণ আর গুম-খুনের দায় নিতে না চাইলে এইমুহুর্ত থেকে পক্ষপাতিত্ব ছেড়ে দিন। আমরা যেদিন সচিবালয় ঘেরাও করবো সেদিন আপনাদের সমর্থন চাই।”
ববি হাজ্জাজ বলেন, “ইউরোপীয় ইউনিয়ন পরিষ্কার জানিয়ে দিয়েছে যেদেশে মানবাধিকার লঙ্ঘন হয় সেদেশ থেকে তাঁদের জনগণ পণ্য কিনতে চায় না। এফবিসিসিআই সম্মেলনে যেসব ব্যবসায়ী প্রকাশ্যে চলমান আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছেন তাঁদের জানিয়ে দিতে চাই, এই স্বৈরাচার এবং ফ্যাসিষ্ট সরকারকে সমর্থন দিলে শীঘ্রই হাতে হারিকেন ধরিয়ে দিবে জনগণ।”
বিএনপির সাথে সমন্বয় করে শনিবার (২৯ জুলাই) ঢাকার সব প্রবেশপথে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে ববি হাজাজ বলেন, “ ঢাকা বসন্তের সুবাতাস বইছে। তারুণ্য জেগে উঠেছে। অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি মেনে না নিলে জাগ্রত জনতা ঢাকার রাজপথকে অচল করে দিবে।”
সমাবেশের পর মিডিয়া ব্রিফিং এ ববি হাজ্জাজ বলেন, ” ‘৯৬ সালে আওয়ামী লীগ যদি তত্ত্ববধায়ক সরকার ফিরিয়ে আনতে পারে তাহলে আমরাও রাজপথে আন্দোলন করে এই সরকার পুনঃপ্রতিষ্ঠা করতে পারব।”
সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এনডিএম এর যুগ্ম মহাসচিব মোমিনুল আমিন, সাংগঠনিক সম্পাদক লায়ন নুরুজ্জামান হীরা, বিভাগীয় সম্পাদক মোঃ শাহাদাত হোসেন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক জাবেদুর রহমান, এমরান চৌধুরী, নুরুল আমিন লিটনসহ এনডিএম এর সহযোগী সংগঠন যুব আন্দোলন এবং ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।