এসএসসি পরিক্ষার পূর্বের রাতেই সিসি ক্যামেরা স্থাপন: প্রথম দিনে ৭৪ শিক্ষার্থী অনুপস্থিত
যশোরের ঝিকরগাছা উপজেলায় ৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হওয়া এসএসসি পরীক্ষার পূর্বের রাতেই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিজ্ঞ নির্বাহী ম্যাজিট্রেট, এসএসসি পাবলিক পরিক্ষা ও ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাইস্কুলের সভাপতি ভুপালী সরকারের সহযোগিতায় কেন্দ্রের প্রতিটি পরিক্ষার কক্ষে স্থাপন করা হল সিসি ক্যামেরা।
এই কার্যক্রমে তিনি উপজেলার সর্বস্তরের মানুষের বাহবা পাচ্ছেন। তবে ২০২০সালে উপজেলার মধ্যে সর্ব প্রথম সিসি ক্যামেরার আওতায় এসএসসি পরিক্ষার কর্যক্রম শুরু করেন ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল কেন্দ্রেটি। সারাদেশের ন্যায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে এসএসসি পরিক্ষা-২০২৫ অনুষ্ঠিত হচ্ছে।
এবারের এই উপজেলা থেকে ২হাজার ৯শত ৪৬জন শিক্ষার্থীদেরকে পরিক্ষা দেওয়ার কথা থাকলেও প্রথম দিনে ৭৪ শিক্ষার্থী অনুপস্থিত।
তথ্য অনুসন্ধানে জানা যায়, উপজেলার ৫২টি হাই স্কুল, ৩২টি মাদ্রাসা ও ৪টি ভোকেশনালের সর্বমোট ২হাজার ৯শত ৪৬জন শিক্ষার্থী (হাই স্কুল ২হাজার ২শত ০৩জন, মাদ্রসা ৫শত ৯২জন ও ভোকেশনাল ১শত ৫১জন) শিক্ষার্থীদের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করার কথা থাকলেও বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারী) প্রথম দিনে পরীক্ষায় অংশ নেয় ২হাজার ৮শত ৭২জন শিক্ষার্থী (হাই স্কুল ২হাজার ১শত ৬১জন, মাদ্রসা ৫শত ৬১জন ও ভোকেশনাল ১শত ৫০জন) এবং অবশিষ্ট ৭৪জন (হাই স্কুল ৪২জন, মাদ্রসা ৩১জন, ভোকেশনাল ০১জন) শিক্ষার্থী অনুপস্থিত থাকতে দেখা গেছে। উপজেলার মধ্যে ৮টা কেন্দ্রের মধ্যে পৌর সদরের ভোকেশনালসহ ২টা কেন্দ্র ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল।
এছাড়াও বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ে মাদ্রাসাসহ ২টা কেন্দ্র ও ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গঙ্গানন্দপুর ডিগ্রী কলেজ, এডাস প্রাইমারী বিদ্যালয় এবং ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসা। এবারের অনুষ্ঠিত এসএসসি পরিক্ষায় আইন-শৃঙ্খলা রক্ষার স্বার্থে দায়িত্ব পালন করেন যশোরের সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সালাউদ্দিন, ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার, থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান। কেন্দ্রের ট্যাগ অফিসারের দায়িত্ব পালন করেন উপজেলা সমাজসেবা অফিসার মেজবাহ উদ্দীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার অলিয়ার রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সহকারী প্রকৌশলী রাকিবুল ইসলাম, সহকারী উপজেলা মৎস্য অফিসার নান্নু রেজা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মোঃ আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুস সামাদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার কামরুজ্জামান, সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আফজাল হোসেন, সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোহেল রানা। এছাড়াও ঝিকরগাছা সরকারি এম.এল. মডেল হাইস্কুলের কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান আজাদ, ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিবের দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক আহাছান উদ্দিনসহ আরও অনেকে।