প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শতভাগ জয়ের আশাবাদী।
তিনি বলেন, যারা যুদ্ধাপরাধীদের নিয়ে রাজনীতি করে তাদেরকে ভোট দিবেন না। ৩০ লক্ষ ভাইবোনকে যারা হত্যা করেছে, তাদের সাথে যুক্তদের ভোট দিবেন ন। এই নির্বাচনে অনেক তরুন ভোটার হয়েছে। আশা করি এই তরুন ভোটারদের ভোট নৌকার পক্ষেই যাবে।
আজ রবিবার (৩০ ডিসেম্বর) সিটি কলেজ কেন্দ্রে ভোট প্রদান শেষে জয় এ আশা প্রকাশ করেন। তিনি বলন, বিএনপি-জামায়াত সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। আওয়ামীলীগ নেতাকর্মীদের হত্যা করে তাদের বিরুদ্ধেই ইসিতে অভিযোগ করছে। নির্বাচনে বিএনপি-জামায়াতের বিজয়ী হবার কোন সম্ভাবনা নেই। শুভশক্তির বিজয় অবশ্যই হবে।
এ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজরে নূর তাপস ও তার প্রতিদ্বন্দ্বিতায় ভোট যুদ্ধ করছেন বিএনপির মনোনীত প্রার্থী আব্দুল মান্নান।