13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ফরমালিনের নীরব আতংকে ফল কিনতে পাচ্ছেন না জনগন

admin
May 26, 2018 4:47 pm
Link Copied!

উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধিঃ ফরমালিনের নিরব আতংকে ভাসছে জনপদ। মধু মাসের আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন কাচাঁ মালেও ব্যবহার হচ্ছে ফরমানিল নামের বিষ। নবীগঞ্জ উপজেলার হাট, বাজারে গত কিছুদিন ধরে নবীগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক ভেজাল বিরোধী অভিযান পরিচালনা হওয়ায় অনেক ব্যবসায়ীর মধ্যে ফরমালিনযুক্ত ফল ও ভেজাল পন্য নিয়ে আতংক দেখা দিয়েছে।

এছাড়া বর্তমান সময়ে অনেক ফল, মূলে বিষাক্ত ফরমালিনের মাত্রা ধরা পড়ায় প্রত্যন্ত অঞ্চলের সাধারন লোকজনের মধ্যে ফরমালিনের নিরব আতংক বিরাজ করছে। পূর্বের তুলনায় বর্তমানে আম,কাঠাল,লিচু ক্রয়ে সাধারন লোকজন ফরমালিনের ভয়ে ফল কিনতে সন্ধিহান হচ্ছেন। গতকাল বিভিন্ন হাঠ বাজারে পরিদর্শনকালে দেখা যায়, আম, কাঠাল, আনারস সহ বিভিন্ন ফলের দোকানে ক্রেতাদের তেমন ভিড় বা উৎসাহ নেই। নবীগঞ্জ উপজেলা সদরেও প্রচুর ফলের আমদানী ঘটছে ।

এ মৌসুমে আম,কাঠাল,লিচুসহ অন্যান্য ফলের প্রচুর আমদানী হয়। কিন্তু ফরমালিন নামের নীরব ঘাতক এর ভয়ে সচেতন মানুষ এসব মুখরোচক ফল ক্রয়ের সাহস পাচ্ছেন না। বিগত ২০১৪ সালে নবীগঞ্জ উপজেলার তৎকালীর উপজেলা নির্বাহী অফিসার লুৎফুর রহমান উপজেলর বিভন্ন হাট বাজারে ভেজাল বিরোধী ও ফরমালিন বিরোধী অভিযান পরিচালনা করে বেশ প্রশংসা পেয়েছিলেন। তাই সাধারন মানুষ মনে করেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যদি এসব ভেজাল ও ফরমালিন বিরোধী অভিযান অব্যাহত রাখা হয় তাহলে সবাই উপকৃত হবে।

নবীগঞ্জের আউশকান্দি হীরাগঞ্জ বাজারে কাঠাল ক্রয় করতে আসা তৌয়ব আলী নামের এক ব্যক্তি বলেন, ফরমালিনের ভয়ে আম, কাঠাল খাওয়াই বলতে গেলে ছেড়েই দিয়েছেন। তবুও ছেলে মেয়েদের চাহিদা অনুযায়ী জাতীয় ফল কাঠাল কিনতে এসেছেন। এভাবে অনেকেরই ফরমালিন নিয়ে আতংক, নিরব ঘাতক ফরমালিনের ফলে মানবদেহের ক্ষতির এই সংবাদ কার না অজানা।

তাই অনেক সাধারন ব্যবসায়ীরাও ফরমালিন নিয়ে চিন্তিত। ব্যবসায়ী লেবু মিয়া বলেন, আমরা কাঠাল, আম আড়ৎ থেকে কিনে আনি এতে যদি ফরামালিন মেশানো থাকে সেটা আমাদের জন্যও ক্ষতিকারক। আমাদের জানামতে ফরামালিনের মিশ্রিত কোন প্রকার ফল বিক্রয় তো দূরের কথা এর দ্বার প্রান্তেও যাবনা।

http://www.anandalokfoundation.com/