× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

নবজাতকদের সুরক্ষা নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউণ্ডেশনের সংবাদ সম্মেলন

SDutta
হালনাগাদ: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক: পরিবার পরিত্যাক্ত পথ নবজাতকদের সুরক্ষা নিশ্চিতকরণে ডা. মুজিব নিউবর্ন ফাউণ্ডেশন দেশে নিউবর্ন হাবের প্রতিষ্ঠা চেয়েছে। যেখানে পথশিশুদের নিবির পরিচর্যা করা হবে এবং সন্তানহীনদের মাতা পিতা হবার আকাঙ্খা পূরুণ হবে।

বিশ্ব পথশিশু দিবস ২০২৫ উপলক্ষে বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছে ডা. মুজিব নিউবর্ন ফাউণ্ডেশন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম (অব) বাংলাদেশ সুপ্রিমকোর্ট আপীল বিভাগ, বিশেষ অতিথি মাহমুদা সুলতানা আসমা, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন কবির মঞ্জু , সভাপতিত্ব করেন ডা. মো. মুজিবুর রহমান।

মুজিবুর রহমান বলেন, ‘পথ নবজাতকরা আপনজন, হবে না কোনো বিভাজন’ এ শ্লোগানকে সামনে রেখে নবজাতকদের উদ্ধার এবং তাদের নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে “ডা: মুজিব নিউবর্ন ফাউন্ডেশন’।

তিনি বলেন, ৪১ জন পরিত্যক্ত নবজাতককে উদ্ধার করে জরুরি চিকিৎসা সেবা দিয়ে সুস্থ করে তুলেছেন। তাদের অনেককে নিঃসন্তান দম্পতির হাতে তুলে দিয়ে জীবনের অধিকার ফিরিয়ে দিয়েছেন।

সাত সদস্য বিশিষ্ট এ প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হিসেবে ডা. মজিবুর রহমান নিজে দায়িত্ব পালন করছেন। সেক্রেটারি জেনারেলের গুরু দায়িত্ব কাঁধে নিয়েছেন বাংলাদেশ নবজাতক হাসপাতালের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মাহমুদা সুলতানা আসমা।

ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের ট্রেজারার মনোনিত হয়েছেন একই হাসপাতালের পরিচালক শায়খা সুহাদা। প্রতিষ্ঠানটির চারজন এক্সিকিউটিভ মেম্বার হলেন- আশুলিয়া ওমেন এন্ড চিল্ড্রেন হাসপাতালের একাডেমিক পরিচালক ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোঃ হুমায়ুন কবীর মঞ্জু, বাংলাদেশ ব্যাংকের ইন্টারনাল অডিট বিভাগের যুগ্ম পরিচালক (অবসরপ্রাপ্ত) আমেনা খাতুন এবং বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত যুগ্ম পরিচালক (ব্যাংক ইনসেপশন ডিপার্টমেন্ট) আবুল কাশেম।

ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের মূল লক্ষ্য হলো বাংলাদেশে পরিত্যক্ত নবজাতকদের উদ্ধার করা, যথাযথ চিকিৎসার ব্যবস্থা করা এবং তাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিশ্চিত করা। পাশাপাশি পরিত্যক্ত নবজাতকদের দুরবস্থা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদানে সমাজকে উদ্বুদ্ধ করতে এ প্রতিষ্ঠানটি অঙ্গীকারাবদ্ধ।

সরকারের কাছে ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশনের চাওয়া, ১২ এপ্রিলকে জাতীয় পথ নবজাতক দিবস ঘোষণা করা। যাতে এ দিবসটিকে সামনে রেখে প্রতিবছর অসহায় পথ নবজাতকদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা যায়। একই সঙ্গে সরকারি উদ্যোগে ‘নিউবর্ন হাব’ গড়ে তোলার দাবি জানায় এ প্রতিষ্ঠানটি।

যাতে যে কোনো বাবা-মা তাদের জন্ম দেওয়া অনাকাঙ্খিত সন্তানকে নিজের নাম-পরিচয় গোপন রেখে সেখানে রেখে যেতে পারেন। একই সঙ্গে মাতুয়াইলের শিশু-মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউট-এ একটি বিশেষায়িত পথনবজাতক ইউনিট চালু করে সেখানে পথ নবজাতক পরিচর্যার সুযোগ তৈরির দাবি জানায় ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। যেখানে উন্নত এনআইসিইউ সুবিধা, পর্যাপ্ত সংখ্যক প্রশিক্ষিত ডাক্তার ও নার্স এবং সংক্রমণ প্রতিরোধ ব্যবস্থা থাকবে।

এছাড়া পথ নবজাতকদের জন্য হিউম্যান মিল্ক স্টোরেজ চালু করা জরুরি বলে মনে করে ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। কেননা নবজাতকের জন্য মায়ের বুকের দুধ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কিন্তু ফেলে যাওয়া নবজাতকদের এ সুবিধা থাকে না। তাই, হিউম্যান মিল্ক স্টোরেজ সেন্টার চালু করে সেখানে নিরাপদভাবে সংরক্ষিত বুকের দুধ সরবরাহ করা জরুরি বলে মনে করেন সংশ্লিষ্টরা।

এসব দাবি নিয়ে আগামী ১২ এপ্রিল ২০২৫, শনিবার বিশ্ব পথশিশু দিবস উপলক্ষ্যে ডাঃ মুজিব নিউবর্ন ফাউন্ডেশন রাজধানী ঢাকায় এক সচেতনতা র‍্যালির আয়োজন করবে। এতে দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও মানবাধিকার কর্মীগণ স্বতঃস্ফূর্ত অংশ নেবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


এ ক্যটাগরির আরো খবর..