13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নন্দীগ্রামে কৃষকদের মাঝে কৃষি প্রনোদনা বিতরন

Rai Kishori
April 20, 2020 7:51 pm
Link Copied!

অসীম মোহন্ত,নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি:  খাদ্য সংকট মোকাবেলায় বগুড়ার নন্দীগ্রাম উপজেলার দুই হাজার তিনশ কৃষকদের মাঝে আউশ প্রনোদনার সার-বিজ বিতরণের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে এ সার-বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ। এসময় প্রতি কৃষককে পাঁচ কেজি ধান বীজ, ১০ কেজি ডিএপ, ১০ কেজি এমওপি এবং গ্রীষ্মকালীন পেয়াঁজ চাষের জন্য ১০জন কৃষকের মধ্য সার-বীজ বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে সার-বীজ বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলন, নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রাবণী আকতার বানু, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আদনান বাবু, সহকারী কমিশনার (ভূমি) নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের প্রমুখ

http://www.anandalokfoundation.com/