দি নিউজ ডেক্সঃ আজ সংসদের বৈঠকে এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন ঢাকার চারপাশের নদী গুলোকে দূষণমুক্ত রাখতে এক মাস্টারপ্ল্যান নেওয়া হয়েছে। আজ বিকেল সোয়া ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের এ বৈঠক শুরু হয়।
সংসদে জাতীয় পার্টির সদস্য সালমা ইসলামের প্রশ্নের জবাবে মন্ত্রী তাজুল ইসলাম বলেন, ঢাকার চারপাশে নদীর পানি দূষণমুক্ত রাখতে ঢাকা ওয়াসা ইতোমধ্যে একটি স্যুয়ারেজ মাস্টারপ্ল্যান বা মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এর আলোকে রাজধানীর চারপাশে চারটি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট নির্মাণ করা হবে। বর্তমানে ‘দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট’ নামে একটি পয়ঃশোধনাগার নির্মাণাধীন রয়েছে। এটা হলে সরাসরি পয়ঃবর্জ্য নদীতে গিয়ে যে দূষণ হয় তা অনেকাংশে বন্ধ হবে।
আওয়ামী লীগের মামুনুর রশীদের প্রশ্নের জবাবে তাজুল ইসলাম বলেন, বর্তমানে ঢাকা ওয়াসা রাজধানীর সমস্ত পানির পাইপলাইন পরিবর্তন করে আধুনিক প্রযুক্তির ডিসট্রিক্ট মিটারেড এরিয়া (ডিএমএ) পদ্ধতি চালু করেছে। এর ফলে পানির অপচয় কোথাও কোথাও ৫-৭ ভাগ পর্যন্ত নেমে এসেছে, যা আগে ৪০ ভাগ পর্যন্ত ছিল। তিনি জানান, এডিবির অর্থায়নে বর্তমানে শতভাগ পাইপলাইন পরিবর্তন প্রকল্পের কাজ প্রায় ৫০ ভাগ শেষ হয়েছে।
ওয়ার্কার্স পার্টির সদস্য লুৎফুননেসা খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ডেঙ্গু ও ম্যালেরিয়া রোগ প্রতিরোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে প্রতিদিন সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত মশার লার্ভা নিধনে লার্ভিসাইডিং ও বিকেলে উড়ন্ত মশা নিধনের জন্য এডাল্টিসাইড কার্যক্রম চলছে।