14rh-year-thenewse
ঢাকা

ধামরাইয়ে বংশী নদীর পানি থেকে দুর্গন্ধ,প্রতিদিন মরছে মাছ

admin
November 28, 2016 10:38 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার: ঢাকা ধামরাইয়ে শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্যে বংশী নদীরপানি কালো রং ধারণ ও বিষাক্ত হয়ে দুর্গন্ধ ছড়াচ্ছে।এ পানিতে গোসল করায় পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন এলাকাবাসী ।মরে ভেসে উঠছে বিভিন্ন প্রজাতির মাছ।আতঙ্কে নদীতীরের অনেকে বংশীর পানি ব্যবহার বন্ধ করে দিয়েছেন।স্থানীয়রা জানান,প্রতিবছর অক্টোবর-নভেম্বর মাসে নদীতীরের শিল্প প্রতিষ্ঠানের রাসায়নিক বর্জ্য সরাসরি নদীতে এসে নামে ।  ফলেকাকরান,হাজিপুর,কুমড়াইল,শরীফবাগ,কান্দিকুল,সোমভাগ,গোয়ালদী,দেপাশাই,ইসলামপুর পয়েন্টে পানি বিষাক্ত হয়ে কালো রং ধারন করে এবং প্রতিদিন বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে উঠে।কাকরান গ্রামের শিক্ষক মঞ্জুর রহমান জানান গরু-ছাগল ও এ পানি পান করছে না।বংশী সুরক্ষা আন্দোলনের আহ্বায়ক মাহমুদুর রহমান বলেন,বংশী নদী দূষণরোধে সরকার জোরালো ভূমিকা নিচ্ছে না।ধামরাই পৌর মেয়র গোলাম কবির জানান ,এ বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে।

http://www.anandalokfoundation.com/