দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক এবং আনন্দলোক সেবা সোসাইটির চেয়ারম্যান প্রমিথিয়াস চৌধুরীর পিতা গনেশ চৌধুরী(৮৫) পরলোক গমন করেছেন। মৃত্যুকালে পুত্র কন্যা, নাতি নাতনীসহ অসংখ্য আত্নীয়স্বজন রেখে গেছেন।
আজ ৫ অক্টোবর শনিবার সকাল ৭ ঘটিকায় বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইল গ্রামের নিজ বাড়ী আনন্দলোকে তিনি বার্ধ্যক্য জনিত কারণে পরলোক গমন করেন।
নিজ বাড়ী বরিশাল জেলার আগৈলঝাড়া থানাধীন পশ্চিম গোয়াইল গ্রামের আনন্দলোকে সৎকার করা হবে। সকলের নিকট বিদেহী আত্মার কল্যান কামনা করেছেন তার পুত্র দ্যা নিউজের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চোধুরী ও বার্তা সম্পাদক তৃণা রায় চৌধুরী।