13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ

admin
June 29, 2018 5:00 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ  দেশের সর্ববৃহৎ প্রকল্প পদ্মা সেতুর ৫৬ শতাংশ কাজ শেষ হয়েছে। জানালেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শুক্রবার বেলা ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তের ডাঙা ঘেঁষা ৪১ ও ৪২ নম্বর খুঁটির (পিয়ার) ওপর ৫ম স্প্যান বসানোর কাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

এর আগে শুক্রবার সকাল ১০টার দিকে তিনি ঢাকা জেলার কেরাণীগঞ্জের কলাকান্দি এলাকায় ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেন এক্সপ্রেসওয়ের কাজ পরিদর্শন করেন।

এসময় সেতুমন্ত্রী বলেন, চলতি বছরের অক্টোবরে ঢাকা-মাওয়া-ভাঙ্গা চার লেন মহাসড়ক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নির্বাচন নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যের প্রতিক্রিয়ায় মন্ত্রী বলেন, উভয় দেশের জনগণের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় এমন মন্তব্য থেকে সতর্কতা অবলম্বন করতে হবে, তাহলে বিদ্যমান বন্ধুত্বের সম্পর্ক ঠিক থাকবে।

ওবায়দুল কাদের আরও বলেন, প্রতিদ্বন্দ্বী দলের এক নেতার নেতৃত্বে নির্বাচন বানচালের জন্য যে নাশকতার পরিকল্পনা করা হয়েছিল, সেটা নিয়ে কী কোনও উদ্বেগ নেই।

এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ইএমসি ইঞ্জিনিয়ারিং চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা

http://www.anandalokfoundation.com/