13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দৃশ্যমান পদ্মা সেতুর ১২০০ মিটার

Rai Kishori
February 20, 2019 5:19 pm
Link Copied!

দেশের বৃহত্তম পদ্মা সেতুতে বসেছে অষ্টম স্প্যান। বুধবার দুপুর ১২টা ৩৫ মিনিটে শরীয়তপুরের জাজিরা প্রান্তে ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর স্প্যানটি বসানো হয়। এর ফলে দৃশ্যমান হলো পদ্মা সেতুর টানা ১ হাজার ২০০ মিটার।

আজ (বুধবার) ভোরে স্প্যান বসানোর কাজ শুরু হয়। ঘন কুয়াশার কারণে কাজ কিছুটা বিলম্বিত হয়।

পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ূন কবির বিষয়টি নিশ্চিত করে বলেন, মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ডে অষ্টম স্প্যানটি প্রস্তুত করে রাখা হয়েছিল। গতকাল (মঙ্গলবার) কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি জাজিরার নাওডোবায় নেওয়া হয়।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে স্প্যানটি পিলারের ওপর বসানো হয়। পদ্মা সেতু প্রকল্প সূত্রে জানা গেছে, তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি তিন হাজার ৬০০ টন ধারণক্ষমতার ক্রেন ‘তিয়ান ই’দিয়ে মাওয়া থেকে জাজিরা প্রান্তে আনা হয়। জাজিরা নাওডোবা প্রান্তের ৩৫ ও ৩৬ নম্বর পিলারের ওপর ধূসর রঙের স্প্যানটি বসানো হয়। এর আগে ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নম্বর পিলারের ওপর প্রথম স্প্যান বসে। এ নিয়ে পদ্মা সেতুতে মোট স্প্যান বসলো আটটি। পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা হবে ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার।

http://www.anandalokfoundation.com/