13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপূজা নির্দিষ্ট ধর্মে সীমাবদ্ধ নয়, এটা বাঙ্গালী সংস্কৃতির ঐতিহ্য -কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক
October 5, 2019 9:59 pm
Link Copied!

শারদীয় দুর্গাপূজা উৎসব শুধু নির্দিষ্ট ধর্মের মধ্যেই সীমাবদ্ধ নয়, এটা বাঙালি সংস্কৃতির ঐতিহ্য।  বলেছেন কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক।

আজ টাঙ্গাইলে ধনবাড়ী উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসবে পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলে থাকেন ‘ধর্ম যার যার, উৎসব সবার’ আমরা টাঙ্গাইল জেলাবাসী একই আদর্শে বিশ্বাস করি। বর্তমান সরকার জনবান্ধব সরকার, তাই সম্প্রীতি, সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে ধর্ম পালন করতে হবে। সেই সঙ্গে তিনি উপজেলার সর্বস্তরের সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

উল্লেখ্য এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ হীরা, পৌর মেয়র খন্দকার মনজুরুল ইসলাম তপন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউল আলম মঞ্জু, উপজেলা ভাইস চেয়ারম্যান সামশুল হুদা ও জেবুন্নাহার।

http://www.anandalokfoundation.com/