13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় ভারতের পররাষ্ট্র সচিব

admin
April 8, 2018 10:34 pm
Link Copied!

তিন দিনের সরকারি সফরে ঢাকায় এসেছেন ভারতের নতুন পররাষ্ট্র সচিব বিজয় কেশব গোখলে। রোববার বিকেল ৪টা ২০ মিনিটে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব মো. শহীদুল হক।

জানা গেছে, ভারতের পররাষ্ট্র সচিবের সফরকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে একাধিক সমঝোতা স্মারক (এমওইউ) সই হবে। সেগুলোর মধ্যে দুটি অনুদান এবং একটি পারস্পরিক সহযোগিতা সংক্রান্ত। অনুদান স্মারকগুলোর আওতায় বাংলাদেশের দুটি প্রকল্পে ৫০ কোটি টাকা অনুদান দেবে ভারত।

এছাড়া পররাষ্ট্র সচিব শহীদুল হক এবং বিজয় গোখলের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। ঢাকায় বাংলাদেশ ও ভারতের সম্পর্ক বিষয়ক একটি সেমিনারে বক্তব্য রাখবেন তিনি। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

এই সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গেও বিজয় গোখলে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ভারতের পররাষ্ট্র সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন বিজয় গোখলে। দায়িত্ব নেয়ার পর তার এটাই প্রথম বাংলাদেশ সফর।

http://www.anandalokfoundation.com/