13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

অবরুদ্ধ ঢাকায় অনুপ্রবেশে যারা ইন্ধন দিচ্ছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা -এমপি ইসরাফিল আলম

Rai Kishori
April 5, 2020 11:36 am
Link Copied!

করোনা ভাইরাস প্রতিরোধে যখন পৃথিবীর মানুষ অবরুদ্ধ, ঠিক এই মুহূর্তে গ্রাম থেকে শ্রমিকদের রাজধানীতে অনুপ্রবেশ করতে ইন্ধন দিয়ে যারা দেশকে মৃত্যুর উপত্যকা বানাতে চায়। তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। বলেছেন নওগাঁ ৬ আসনের সাংসদ মোঃ ইসরাফিল আলম।

আজ রবিবার (৫ এপ্রিল) নিজ ফেসবুক প্রোফাইল থেকে একথা লিখেছেন শ্রমিক নেতা ও সমবায় আন্দোলনের প্রাণপুরুষ।

তিনি আরও লিখলেন, এটা সরকারের নীতিগত বিষয়। আমি আপনাদের জন্য ভর্তুকির নামে ১৩৪ কোটি টাকা এনে দিয়েছি। আপনাদের মত কতিপয় দুর্নীতিবাজ কর্মচারীদের জন্য বাংলাদেশের দ্বিস্তরবিশিষ্ট সমবায় আন্দোলন আজকে বারবার ধ্বংসের মুখে। আমার মুখ খুলতে বাধ্য করবেন না খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, দেশের গার্মেন্টস শ্রমিকদের ফ্যাক্টরি বা কারখানায় নিয়ে আসা কতখানি যৌক্তিক যেখানে ১১ এপ্রিল পর্যন্ত গণপরিবহন বন্ধ।

শিল্প কারখানার শ্রমিক দেশের অর্থনীতির বড় যোদ্ধা। যারা দেশের অর্থনীতির চাকা সচল রাখে। আজ তারা চাকরি বাঁচানোর জন্য, জীবিকার তাগিদে পায়ে হেটে ছুটে চলছে গন্তব্যে। যে দৃশ্য দেখি আমি হতাশ। কি হচ্ছে এগুলো কি হতে চলছে? এই গণজমায়েত সৃষ্টি শুধু কি তাদের মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছি না কি পুরো রাষ্ট্র কে?

http://www.anandalokfoundation.com/