চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর ওপর মব সৃষ্টি করে হামলা চেষ্টার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।
পরিষদের সভাপতি শ্রীবাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এক যুক্ত বিবৃতিতে বলেন, ডঃ কুশল বরণ চক্রব্ররতী পদোন্নতি পরীক্ষায় অংশ গ্রহণ করতে বিশ্ববিদ্যাল গ্লে একটি মহল মব সৃষ্টি করে তার ওপর হামলার চেষ্টা করে। বিশ্ববিদ্যালয় অঙ্গনে এই ধরনের ঘটনা অনাকাঙ্খিত এবং ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দেয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ ব্যাপারে আশু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও তার নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকার ও বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়েছেন।