14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মানবাধিকার দিবসে র‌্যালি

admin
December 10, 2016 11:35 pm
Link Copied!

আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ “আজকে আপনি অন্যের অধিকার রক্ষার সংকল্পে সচেষ্ট হন’’ এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবসে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশন (বিএইচআরসি) ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে কালেক্টরেট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিহি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।

র‌্যালি শেষে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও জেলা শাখার নির্বাহী সভাপতি ও বিশেষ প্রতিনিধি অ্যাড. জাহিদ ইকবালের সভাপতিত্বে এসময় বক্তব্য দেন, জেলা শাখার সাধারণ সম্পাদক শাহীন ফেরদৌস, আইন বিষয়ক সম্পাদক অ্যাড. মাহমুদা খাতুন, উপদেষ্টা প্রফেসর সৈয়দ আলী, ঠাকুরগাঁও চেম্বার অব কর্মাসের পরিচালক খলিলুর রহমান, সহ-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শামিম, সাংগঠনিক সংম্পাদক শাকিল আহমেদ, প্রভাষক ফজলে এলাহী প্রধান, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংকৃতিক সম্পাদক ফজলে রাব্বি, সাজেদুর রহমান সাজু, আমিনুর রহমান জনি, জাহাঙ্গির আলম  প্রমুখ।

সভায় মানবাধিকার নিয়ে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচন করা হয় এবং তা রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

 

http://www.anandalokfoundation.com/