13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনামুল্যে ফেরোমোন ফাঁদ বিতরণ

admin
February 12, 2019 7:31 pm
Link Copied!

আরিফ মোল্ল্যা, ঝিনাইদহ প্রতিনিধি॥ নিরাপদ সবজি ও ফল উৎপাদনের লক্ষ্যে ঝিনাইদহে কৃষকদের মাঝে বিনা মুল্যে ফেরোমোন ফাঁদ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার গান্না বাজারে কৃষকদের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক জি এম আব্দুর রউফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাকখারুল ইসলাম,কৃষি সম্প্রসারন কর্মকর্তা রোকনুজ্জামান, জুনাইদ হাবীব, গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দীন মালিথাসহ স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

পরে ওই এলাকার অর্ধ শতাধিক কৃষকদের মাঝে ফোরোমোন ফাঁদ বিতরণ করা হয়। এ ফাঁদ ব্যবহারের মাধ্যমে কৃষকদের সবজি উৎপাদন বৃদ্ধি হওয়ার পাশাপাশি স্বাস্থ্য সম্মত সবজি ও ফল উৎপাদন হবে বলে জানিয়েছেন কৃষি বিভাগের কর্মকর্তারা।

http://www.anandalokfoundation.com/