14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

জেনারেল দত্তের মরদেহ আসছে আগামীকাল, শেষকৃত্যানুষ্ঠান মঙ্গলবার

Dutta
August 30, 2020 9:02 pm
Link Copied!

মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমাণ্ডার, বাংলাদেশ বর্ডারগার্ড ‘অধুনালুপ্ত বাংলাদেশ রাইফেলস্’-র প্রতিষ্ঠাতা মহাপরিচাক মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম’র মরদেহ আগামীকাল ৩১ আগষ্ট, ২০২০ সোমবার এমিরেইটাস’র ০৫৮২ নম্বরের বিমান যোগে সকাল ৮.৪০টায় আমেরিকার ফ্লোরিডা থেকে ঢাকা বিমান বন্দরে এসে পৌঁছবে।

ঢাকা বিমান বন্দর থেকে জেনারেল দত্তের মরদেহ ক্যান্টনমেন্ট হাসপাতালের হিমাগারে রাখা হবে। সেখান থেকে এর পরদিন ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার সকাল ৭.৩০টায় তাঁর বনানি ̄’ ডিওএইচ এর ২নম্বর সড়কের ৪৯ নম্বর বাড়ীর বাসভবন হয়ে সর্ব সাধারণের শ্রদ্ধা নিবেদনার্থে ঢাকেশ্বরী মন্দির চত্তরে নিয়ে যাওয়া হবে।

সেখানে তাঁকে রাষ্ট্রীয়সম্মাননা প্রদান করা হবে। ঢাকেশ্বরী মন্দির চত্তর থেকে আনুমানিক ২ঘন্টা পর সকাল ১১টায় মরদেহ নিয়ে যাওয়া হবে বরদেশ্বরী শ্মশানে। সেখানে শেষকৃত্যা নুষ্ঠানের আগে জেনারেল দত্তের মরদেহের প্রতি সামরিক সম্মাননা জ্ঞাপনের জন্য গান স্যালুট প্রদান করা হবে।

মহানগর সাবর্জ নীন পূজা কমিটির সাবেক সভাপতি মেজর জেনারেল (অবঃ) সি আর দত্ত বীর উত্তম’র প্রতি শ্রদ্ধা জ্ঞাপনার্থে তাঁর শেষকৃত্যা নুষ্ঠানঅকালে একযোগে ঢাকা মহানগরের সকল থানায় সুবিধাজনক  স্থানে শারীরিক দুরত্ব মেনে কালোব্যাচ ধারণ করে দাঁড়িয়ে মৌন শোক পালনের মাধ্যমে তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাবেন।

http://www.anandalokfoundation.com/