13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাত্র-সমন্বয়কদের সাথে সরকারের ক্ষমতার দ্বন্দ্ব, নাকি ভিন্নকিছু?

Link Copied!

নতুন সরকার গঠনের তিন মাস পর আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের বিরোধপূর্ণ সম্পর্ক দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়ার ঘটনায় প্রকাশ্যে রূপ নিয়েছে এই বিরোধ। এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেককে ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানাতে দেখা গেছে।

যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো তারাই কেন প্রতিবাদ করছে? শুধুই কি উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতাকেন্দ্রিক দ্বন্দ্বও আছে- সেই প্রশ্নও সামনে আসছে।

জবাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলেছেন, উপদেষ্টা নিয়োগসহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের কাছেও প্রশ্ন রয়েছে।

দায়িত্ব গ্রহণের তিন মাস পর গত রোববার অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও তিনজনকে উপদেষ্টা করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছাড়াও এদিন উপদেষ্টা হিসেবে শপথ নেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন ও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী।

মি. বশিরউদ্দীন ও মি. ফারুকীর উপদেষ্টা নিয়োগ নিয়ে রোববার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিতর্ক দেখা যায়। ফেসবুক পোস্টে কেউ কেউ অভিযোগ করেন, নতুন ওই দুই উপদেষ্টা বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত।

ছাত্র-জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হয়েছে এমন দাবি করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। রাতে ফেসবুক প্রোফাইল লাল করে করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেন, ‘সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ।’

এর আগে ছাত্র জনতার আন্দোলনের উত্তাল সময়ে গত ৩০শে জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লাল প্রোফাইল ছবি আপলোড করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল।

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বিবিসি বাংলাকে বলেন, “নতুন উপদেষ্টা হিসেবে যাদের নেয়া হয়েছে তা নেয়া হয়েছে সরকারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। এবং সব সেক্টরের বেস্ট এক্সপার্টদের নেয়া হয়েছে।”

তারপরও যেহেতু এটা নিয়ে সমালোচনা ও বৈষম্যবিরোধী ছাত্রদের ক্ষোভ বাড়ছে সে কারণে এটি নিয়ে আলোচনা হতে পারে বলছেন সরকারের এই উপদেষ্টা।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের সাথে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মাঠের নেতাদের কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে। সেখান থেকেই হয়তো বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসছে।

http://www.anandalokfoundation.com/