13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ছাতকের পালপুর মাদ্রাসায় আলিম পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

Rai Kishori
September 9, 2019 7:15 pm
Link Copied!

ছাতক প্রতিনিধিঃ ছাতকের পালপুর আলিম মাদ্রাসায় ২০১৯ সালে অনুষ্ঠিত আলিম পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে।

সোমবার দুপুরে মাদ্রাসা হলরুমে মরহুম হাজী আশ্রব আলী স্মৃতি স্মরণে ও মাদরাসা পরিচালনা কমিটির উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের গভর্নিংবডির প্রতিষ্ঠাতা সদস্য আবদুল কাদির জালু মিয়া।

মঈনপুর জনতা মহাবিদ্যালয়ের ইংরেজি প্রভাষক রুহুল করিম শিবলুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১০নং দোলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শায়েস্তা মিয়া।

অনুষ্ঠানের শুরুতে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু বকর সিদ্দিকের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আমেরিকা প্রবাসী কবি ও লেখক মাস্টার রইছ আলী, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী আকিক মিয়া, উপজেলা আ’লীগ নেতা আফজাল হোসেন, পালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাবুর রহমান মোস্তাক, বিশিষ্ট মুরব্বি আবদুল জলিল মানিক মিয়া, দোলারবাজার ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক গিয়াস মিয়া, ইউপি সদস্য হাফেজ আবদুল জলিল ও আবদুল আলীম, উপজেলা আ’লীগ নেতা মাস্টার তোফায়েল আহমদ আনা, সাবেক ইউপি সদস্য আকিকুর রহমান, পালপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক হেলাল মাহমুদ, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য বিষয়ক সম্পাদক টিএম রায়হান, ইউপি সদস্য রাজন তালুকদার, সাবেক ইউপি সদস্য আবুল কালাম ও নিজাম উদ্দিন, মুরব্বি জুবেদ আলী, গোলাম মওলা, জালাল মিয়া, মামুনুর রহমান জুয়েল, লাল মিয়া, ফয়ছল আহমদ মিলন, নোমান আহমদ, আবদুর রহিম, সমছু মিয়া, মতছির আলী, ডাক্তার ফখর উদ্দিন, আবদুল মালিক, সাজুর মিয়া, আজি মিয়া, ডাক্তার আবুল খয়ের, আলিম পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থী হোসাইন আহমদ ও জাবের হাসান প্রমূখ। এসময় মাদ্রাসার পরিচালনা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, দশম শ্রেণির শিক্ষার্থী হাফেজ উমর আলী।

অনুষ্ঠান শেষে মাদ্রাসা থেকে আলিম পরিক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা হিসেবে একটি করে ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দ।

http://www.anandalokfoundation.com/