চীনে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে আগ্রহী বাংলাদেশিদের দেশে আনার জন্য বেইজিংকে চিঠি দিয়েছে বাংলাদেশ। আগ্রহী বাংলাদেশি নাগরিকদের ফিরিয়ে আনার লক্ষ্যে তৎপরতাও শুরু করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
অপরদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, উহানে থাকা বিদেশি নাগরিকদের আগামী দুই সপ্তাহের মধ্যে ছাড়বে না চীন।
চীন থেকে ফিরতে আগ্রহী বাংলাদেশিদের ফিরিয়ে আনার লক্ষ্যে কার্যক্রম শুরু করেছে সরকার। সে লক্ষ্যে বেইজিংকে চিঠি পাঠানো হয়েছে। সরকার থেকে ফিরতে আগ্রহীদের তালিকা করারও প্রস্তুতি চলছে।
চীনের পক্ষ থেকে সোমবার (২৭ জানুয়ারি) জানানো হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত এলাকা উহান থেকে আগামী দুই সপ্তাহে কোনো বিদেশি নাগরিককে ছাড়া হবে না। একইসঙ্গে সেখানে কোনো বিদেশিকে যেতেও দেয়া হবে না। ভাইরাস প্রতিরোধ করার লক্ষ্যেই এই ব্যবস্থা নিয়েছে দেশটি।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চীনে কোনো প্রবাসী বাংলাদেশি এখনো ভাইরাসে আক্রান্ত হয়নি। চীনের উহানে ৩ থেকে ৪শ বাংলাদেশি রয়েছেন। বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস প্রতিনিয়ত তাদের খোঁজ খবর রাখছে। বাংলাদেশ দূতাবাস থেকে একটি হটলাইন খোলা হয়েছে। হটলাইন নম্বর (৮৬)-১৭৮০১১১৬০০৫। যে কোনো প্রয়োজনে বাংলাদেশিদের এই নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।