14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চিকুনগুনিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণে করণীয়

admin
July 3, 2017 9:05 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ সাম্প্রতিককালে ঢাকা শহরে এডিস মশক বাহিত চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে মাননীয় মন্ত্রী মহোদয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মহা-পরিচালক, স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে এবং রোগ নিয়ন্ত্রণ শাখা, সিডিসি, স্বাস্থ্য অধিদপ্তর; আই.ই.ডি.সি.আর নিম্নোক্ত কার্যক্রম পরিচালনা করছেঃ
১। ০১-০৫ জুন ২০১৭ তারিখে ঢাকা শহরের ৪৭ টি ওয়ার্ডের ৫০ টি স্থানে এডিস মশার সার্ভে পরিচালনার মাধ্যমে ঝুকিপূর্ণ এলাকা চিহিৃত করন।
২। চিকুনগুনিয়া রোগ প্রতিরোধ ও প্রতিকারের জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে জাতীয় গাইড লাইন প্রনয়ন ও সকল হাসপাতালে প্রধান।
৩। দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতাল এবং জেলা ও উপজেলা পর্যায়ের হাসপাতালের পাচঁ শতাধিক ডাক্তার, নার্স, ঝঅঈগঙ দের চিকুনগুনিয়া গাইড লাইনের উপর প্রশিক্ষন প্রদান।
৪। ডিভিশন, জেলা ও উপজেলা পর্যায়ে ডিভিশনাল ডাইরেক্টর, সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের চিকুনগুনিয়া ও ডেঙ্গু প্রতিরোধ এবং এডিস মশা নিয়ন্ত্রণে নির্দেশনা প্রদান
৫। আই.ই.ডি.সি.আর কর্তৃক জঞ-চঈজ পদ্ধতিতে চিকুনগুনিয়া রোগ সনাক্তকর এবং ঢাকা শহরে সেল ফোন ভিত্তিতে সার্ভে পরিচালনা ও সার্ভে রিপোর্ট সংশ্লিষ্টদের মাঝে ডিসিমিনেট করন
৬। ঢাকা উত্তর ও দক্ষিন সিটি কর্পোরেশনের ৪৫ টি ওয়ার্ডে ডাক্তার, নার্স ওয়ার্ড কাউন্সিলর, ইমাম, স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গকে নিয়ে অবহিত করন ও সচেতনতা মূলক সভা পরিচালনা।
৭। প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় চিকুনগুনিয়া প্রতিরোধে নিয়মিত সচেতনতা মূলক বার্তা প্রচার
৮। ১৭ জুন ২০১৭ ইং তারিখ ঢাকা মহানগরীর সরকারী বেসরকারী মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ, ইনষ্টিটিউট অব হেলথ টেকনোলজী, ম্যাটস, নার্সিং ইনিষ্টিটিউট, নিপসম ও বিভিন্ন পোষ্ট গ্রাজুয়েট ইনিষ্টিটিউটের দশ হাজারের অধিক চিকিৎসা শিক্ষার্থীদের সম্পৃক্ত করে সারা ঢাকা শহরের ৯২ টি ওয়ার্ডে ২ শতাধিক এলাকায় তৃনমূল পর্যায়ে এডিস মশা নিধন ও চিকুনগুনিয়া প্রতিরোধে একটি “সামাজিক সচেতনতা আন্দোলন” পরিচালনা করা হয় যাতে
ক) এডিস মশার সম্ভাব্য প্রজনন স্থল সনাক্ত করন
খ) এডিস মশার প্রজনন স্থল ধ্বংস এবং জমে থাকা পানি অপসারন
গ) জনগনকে এডিস মশা বাহিত রোগ বিশেষ করে চিকুনগুনিয়া সম্পর্কে সচেতন করন
ঘ) মশার সম্ভাব্য প্রজনন স্থল নিধনে সিটি কর্পোরেশনের টিম কর্তৃক ফগিং এবং এডিস মশার লার্ভা ধ্বংস করন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়ের মাননীয় মন্ত্রী, প্রতি মন্ত্রী, সচিবগন, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উক্ত কর্মসূচীতে অংশ গ্রহন করেন

চিকুনগুনিয়া প্রতিরোধে স্বাস্থ্য মন্ত্রণালয় মাননীয় মন্ত্রী, প্রতি মন্ত্রী, সচিবগন সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সার্বক্ষনিক পরিস্থিতি পর্যবেক্ষন ও নির্দেশনা প্রদান করছে এবং অধিদপ্তর যথাযথ ব্যবস্থা গ্রহন করছে যা ভবিষ্যতে ও অব্যাহত থাকবে। কিন্তু মশক নিধনের মূল দায়িত্ব সিটি কর্পোরেশনের বিধায় এ ব্যাপারে সিটি কর্পোরেশনের মশক নিধন কার্যক্রমকে নিয়মিত কর্মসূচির আওতায় নিয়ে আসা জরুরী।

http://www.anandalokfoundation.com/