ঢাকা-আরিচা মহাসড়কে একটি চলন্ত বাসে ডাকাতদের ছুরিকাঘাতে চার যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজহাসপাতালে ভর্তি করা হয়েছে।দেশীয় অস্ত্র হাতে বাসের সব যাত্রীদের জিম্মি করে ডাকাতরা, পরে হাতিয়ে নেয় মালামাল।
শুক্রবার (২০ ডিসেম্বর) রাতে মহাসড়কের সাভারের সিঅ্যান্ডবি এলাকায় ওয়েলকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে এ ঘটনা ঘটে।আহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার কালিকাপুর এলাকার মৃত আজগর হোসেনের ছেলে শামীম হোসেন। আজগর একটি বায়িং হাউজে চাকরি করেন।
বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, ‘আমি উলাইল স্ট্যান্ড থেকে ওয়েলকাম পরিবহনের একটি গাড়িতে উঠি। বাসটিতে মহিলাদের আসনের সিটে আগে থেকেই তিন পুরুষ যাত্রী বসে ছিলেন। এসময় তাদের কথা মতো আমি জানালার পাশের সিটে বসি। এর প্রায় ৫ মিনিট পরে হঠাৎ তারা দেশীয় অস্ত্র হাতে বাসের সব যাত্রীদের জিম্মি করে। পরে আমার মানিব্যাগসহ পকেটে যা ছিল সবই বের করে নেয়।
এসময় ডাকাতরা আমার সামনের যাত্রীকে ছুরিকাঘাতে জখম করে। পরে সব যাত্রী আতঙ্কে যার কাছে যা ছিল সব ডাকাতদের দিয়ে দিলে সিঅ্যান্ডবি এলাকায় নেমে চলে যায় ডাকাতরা।
এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল মিয়া বলেন, বাসে ডাকাতি হওয়ার একটি ঘটনা জানতে পেরেছি। তবে এখনও সুনির্দিষ্ট কেউ অভিযোগ করেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।