13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ঘন্টায় ১৪০ কিমি বেগে তাণ্ডব চালাতে পারে বিধ্বংসী এই ঝড়

admin
December 23, 2019 10:48 pm
Link Copied!

আছড়ে পড়ল ভয়ঙ্কর ঝড়। স্পেন এবং পূর্তগালের ওপর দিয়ে বয়ে গিয়েছে বিধ্বংসী ঝড়। আর এই ঝড়ে এখনও পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

 বিধ্বংসী ঝড়ের তাণ্ডবে সে দেশের একাধিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ঝড়ের ফলে সেখানে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। উপড়ে পড়েছে একাধিক গাছ। আর সেই কারণে কর্তৃপক্ষ বিভিন্ন সড়ক বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। এমনটাই সে দেশের প্রশাসনিক স্তরে জানা গিয়েছে।

সংবাদসংস্থা রয়টার্স জানাচ্ছে, ঝড় এলসা আইবেরিয়ান উপদ্বীপে আঘাত হানে। বিকালে এর তীব্রতা বৃদ্ধি পায়। সেই সময় প্রবল ঝড়ো বাতাস বয়ে যায় ও ভারি বৃষ্টিপাত হয়। এরপর এলসার পথ ধরে দ্বিতীয় আরেকটি ঝড় ফাবিয়ান এগিয়ে আসে। প্রশাসনিক আধিকারিকরা জানাচ্ছেন, বৃহস্পতিবার পর্তুগালের রাজধানী লিসবনের কাছে মনতিজোতে ট্রাকের উপর গাছ উপড়ে পড়ে এক ব্যক্তি নিহত হন। পর্তুগালের উত্তরাঞ্চলীয় কাস্তো দায়েরিতে ঘর চাপা পড়ে আরও একজন ব্যক্তি মারা যান।

http://www.anandalokfoundation.com/