13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খুলনার দাকোপ থানায় প্রথম দুই নারী করোনায় আক্রান্ত

Rai Kishori
May 2, 2020 8:37 pm
Link Copied!

নিরুপম মণ্ডল, দাকোপ (খুলনা): খুলনা জেলার দাকোপ থানায় এই প্রথম করোনা আক্রান্তের খবর পাওয়া গেছে। করোনায় আক্রান্ত ফাতেমা ও রামিয়া (২৪-২৫) নামে দুই নারী নারায়ণগঞ্জের গার্মেন্টস কর্মী ।

আজ শনিবার রাতে খুলনার দাকোপ থানার খাটাইলের দুই নারীর করোনা পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন খুলনার সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ।

ডা. সুজাত আহমেদ বলেন, আজ খুলনা মেডিকেল কলেজের আরটি পিসিআর মেশিনে ১৬৪টি নমুনা পরীক্ষা করা হ‌য়ে‌ছে। যার মধ্যে দুইজনের রিপোর্ট পজিটিভ। এরা দুজন দাকোপ উপজেলার খাটাইল গ্রামের বাসিন্দা।  এ নিয়ে খুলনায় আক্রান্তের সংখ্যা ১৬ তবে দাকোপ থানায় প্রথম

খাটাইল লকডাউন

এ বিষয়ে দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প কর্মকর্তা মোজাম্মেল হক জানান, দাকোপ উপজেলার খাটাইল গ্রামে দুইজন নারী করোনা রোগী শনাক্ত হয়েছেন। সম্প্রতি সেখান থেকে দাকোপের বাড়িতে আসেন। তারা বর্তমানে নিজেদের বাড়িতেই আছেন। তাই আমি অনুরোধ করব সকলে সচেতন থাকুন, নিরাপদে থাকুন।

প্রশাসন তাদের বাড়িতে পৌঁছে লাল পতাকা টানিয়ে দিয়েছে। সেই সাথে তাদের পাড়া সহ আশেপাশের ৪০টি বাড়ি  লকডাউন ঘোষণা করেছে।

http://www.anandalokfoundation.com/