13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কৃষিজ উৎপাদন চলমান রাখতে পুলিশকে সহায়তা করার আহ্বান প্রধানমন্ত্রীর

Rai Kishori
April 12, 2020 11:27 am
Link Copied!

করোনা পরবর্তী পৃথিবীতে খাদ্য সঙ্কট দেখা দিতে পারে। তাই কৃষিজ উৎপাদন চলমান রাখতে হবে। চলতি বোরো মৌসুমে যাতে কৃষকরা দেশের বিভিন্ন স্থানে কাজ করতে, বিশেষত ধান কাটতে যেতে পারে, সেজন্য পুলিশকে সহায়তা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

আজ রোববার (১২ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এ কথা জানান তিনি।

এ সময় বরিশাল ও খুলনা বিভাগের মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি র আহ্বান জানান। প্রধানমন্ত্রী বলেন, সরকার ৫ শতাংশ সুদে কৃষিখাতে ৫ হাজার কোটি টাকা প্রণোদনা দেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পরে বরিশাল ও খুলনা বিভাগের ১৬ জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে করোনা ভাইরাস সম্পর্কিত খোঁজ-খবর নেন তিনি। এর আগে গত রোববার (৫ এপ্রিল) ভিডিও কনফারেন্সে সিলেট ও চট্টগ্রাম বিভাগের ১৩ জেলার করোনা সম্পর্কিত খোঁজ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

http://www.anandalokfoundation.com/