13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদকদ্রব্যের ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালিত

Link Copied!

”মাদককে না বলি’ সুশিল সমাজ গড়ে তুলি” এ স্লোগানে কালীগঞ্জে মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তজার্তিক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ থেকে মাদক বিরোধী এক র‌্যালী শহর প্রদক্ষিন শেষে পরিষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিনের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ^াস, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ, শহীদ নুর আলী কলেজের প্রভাষক মাসুদ সাজ্জাদ, এ এন্ড এফ কলেজের প্রভাষক আবুল কালাম, এম ইউ কলেজের প্রভাষক আল মাসুদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পদাক এনামুল হক সিদ্দিক, সাংবাদিক শাহাজান আলী বিপাশ, হুসাইন কবির সুজন প্রমুখ।

কালীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে সভাতে নির্বাহী অফিসার সাদিয়া জেরিন বলেন, মাদকদ্রব্যের অপব্যাবহার ঠেকাতে সমাজের দ্বায়িত্বশীল ব্যাক্তিদের এগিয়ে আসতে হবে। সচেনতার অভাবে অনেক সময়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ উঠতি বয়সী যুবকেরা বিপদগামী পথে পা বাড়ায়। এ সময়ে তারা মাদক আসক্ত সহ নানা অসামাজিক কার্ষকলাপে জড়িয়ে পড়ে। তাদেরকে রক্ষায় শিক্ষক সমাাজসহ পরিবার পরিজনদের সার্বক্ষনিক খোজ খবর রাখা উচিত। সভাতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/