13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২২ উদযাপন

Link Copied!

”ভ’মি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ”- এ প্রতিপাদ্যকে সামনে রেখে কালীগঞ্জে ভূমি সেবা সপ্তাহ-২০২২ এর উদ্বোধন করা হয়েছে।

রোববার উপজেলা পরিষদ চত্ত্বরে বেলুন ফেষ্টুন উড়িয়ে সেবা সপ্তাাহের উদ্ধোধন করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার। এরপর এক বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে।

কালীগঞ্জ উপজেলা ভ’মি অফিসের আয়োজনে এ অনুষ্টানে আরো উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু,

উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন, সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব,
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ আব্দুর রহিম মোল্ল্যা, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন ।

সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব জানান, চলতি মাসের ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত “ভূমি সেবা সপ্তাহ-২০২২” উদযাপন করা হচ্ছে। ভূমি সেবা সপ্তাহে ভূমি মালিকগণকে ভূমি সংক্রান্ত সকল সেবা প্রদানের লক্ষ্যে উপজেলা পরিষদ চত্ত্বর, উপজেলা ভূমি অফিস,

পৌর ও প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসের তথ্যকেন্দ্র কাম-সেবা বুথ স্থাপন করা হয়েছে। ওই সকল সেবা বুথ থেকে ভূমি উন্নয়ন কর আদায়ের লক্ষ্যে রেজিস্ট্রেশন, ই-নামজারির আবেদন প্রহণ, হাটের জমির একসনা লীজ নবায়ন, অর্পিত সম্পত্তির একসনা লীজ নবায়ন ও ভূমি বিষয়ক যে কোন পরামর্শ প্রদান করা হচ্ছে।

http://www.anandalokfoundation.com/