13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কর আদায়ের বিকল্প পথে এনবিআর

admin
January 12, 2016 2:26 pm
Link Copied!

অর্থনৈতিক ডেস্ক: বিপিএল এ অংশ নেওয়া বিদেশি ক্রিকেটারদের পারিশ্রমিক থেকে ৩০ শতাংশ কর আদায়ে বিকল্প পথে হাঁটছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বকেয়া কর আদায়ে বিপিএলে অংশ নেওয়া প্রতিটি দলের সিকিউরিটি মানি থেকে কর আদায় করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এরই মধ্যে বিসিবিকে এমন প্রস্তাবে বিষয়টি জানিয়েছে এনবিআর।

রোববার বিসিবি কার্যালয়ে এনবিআরের কর্মকর্তাদের নিয়ে গঠিত ১৫ সদস্যের টাস্কফোর্স কমিটির সঙ্গে বিসিবির অনুষ্ঠিত বৈঠকে ওই প্রস্তাব দেওয়া হয়েছে। এনবিআরের ঊর্ধ্বতন একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বৈঠকে অংশ নেওয়া এনবিআরের এক কর্মকর্তা বলেন, প্রতিটি ফ্র্যাঞ্চাইজি বিসিবিতে সিকিউরিটি মানি জমা দিয়েছে। এ সিকিউরিটি মানি থেকে কর পরিশোধের সুযোগ রয়েছে বলে এনবিআরের পক্ষ থেকে বলা হয়েছে। বৈঠকে বিসিবি কর্তৃপক্ষের সঙ্গে সিকিউরিটি মানি থেকে কর পরিশোধের বিষয়ে বিস্তারিত আলোচনা করেছে এনবিআর।

এর আগে বিপিএলে অংশ নেওয়া খেলোয়াড়দের থেকে রাজস্ব আদায়ে সংশ্লিষ্ট বিসিবি কর্মকর্তাদের তিন দফা চিঠি দিয়েছে এনবিআর। বিদায়ী বছরের ২২ নভেম্বর ও ৩ ডিসেম্বর ক্রিকেট বোর্ডের চিফ এক্সিকিউটিভ নিজাম উদ্দিন চৌধুরীর কাছে দুদফা চিঠি দেয় এনবিআর।

চিঠিতে বিপিএলে অংশ নেওয়া দেশি-বিদেশি খেলোয়াড়দের চুক্তিপত্র, পরিশোধিত ও অপরিশোধিত ব্যয়ের স্বপক্ষে কাগজপত্র, ইভেন্ট ম্যানেজমেন্টের আয়ের কপিসহ অন্যান্য ব্যয়ের বিবরণী চায় এনবিআর। কিন্তু বিসিবি এনবিআরের চিঠিতে সাড়া দেয়নি।

এরপরই তৃতীয় দফা গত ২৯ ডিসেম্বর বিসিবিকে আবারো চিঠি দেয় এনবিআর। এ চিঠিতে বিদেশি খেলোয়াড়দের সম্মানীর ৩০ শতাংশ উৎসে কর ১১ জানুয়ারির মধ্যে পরিশোধের সময় বেঁধে দেয় এনবিআর।

কিন্তু এনবিআরের বেঁধে দেওয়া সময়ের মধ্যে বিপিএল কর্তৃপক্ষ রাজস্ব পরিশোধ করেনি বলে এনবিআর সূত্র জানায়। এর পরিপ্রেক্ষিতেই এনবিআর বিপিএল থেকে রাজস্ব আদায় সংক্রান্ত কমিটিকে ২৫ জানুয়ারির মধ্যে প্রাথমিক তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছে। কর কমিশনার সনজিত কুমার বিশ্বাস এ কমিটির নেতৃত্ব দিচ্ছেন।

সদ্য সমাপ্ত বিপিএলে ছয়টি দলে চুক্তিভুক্ত ৬৫ জন বিদেশি ক্রিকেটার ছিলেন। তাদের সর্বোচ্চ ৭০ হাজার থেকে সর্বনিম্ন ১০ হাজার ডলার সম্মানী দেওয়া হয়েছে।

এ বিষয়ে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ সচিব ও এনবিআর চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, বিপিএল থেকে সরকারের পাওনা রাজস্ব আদায়ে বিসিবির সহযোগিতা চাওয়া হয়েছে। প্রতিটি দলের সিকিউরিটি মানি বিসিবির কাছে রয়েছে। এনবিআর সিকিউরিটি মানি থেকে কর পরিশোধ করার প্রস্তাব দিয়েছে। বিষয়টি নিয়ে দুপক্ষের মধ্যে আলাপ-আলোচনা চলছে।

http://www.anandalokfoundation.com/