13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ওকিনাওয়া দ্বীপে করোনা ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা জাপানে

Rai Kishori
August 1, 2020 11:56 pm
Link Copied!

জাপানের কিনাওয়া দ্বীপের মার্কিন সামরিক বাহিনীর ঘাঁটি প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ায় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার।

ওকিনাওয়া দ্বীপে মার্কিন সামরিক বাহিনীর কয়েকটি ঘাঁটির বহু সংখ্যক মার্কিন সেনাকে করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে চিহ্নিত করা হয়েছে। গত পাঁচদিনের মধ্যে এটি ছিল সর্বোচ্চ সংখ্যক।

ওকিনাওয়ার গভর্নর ডেনি তামাকি গতকাল শুক্রবার ঘোষণা করেন, ১ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত জাপানের দক্ষিণাঞ্চল জরুরি অবস্থার মধ্যে থাকবে। তিনি ওকিনাওয়া দ্বীপের বাসিন্দাদেরকে জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দেন। ওই এলাকায় প্রতিদিন রেকর্ড সংখ্যক লোকজন করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে।

সংবাদ সম্মেলনে তামিাকি বলেন, হঠাৎ দ্বীপটিতে করোনা সংক্রমণ বেড়ে গেছে এবং স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে কিন্তু যেকোনো মূল্যে তা প্রতিরোধ করতে হবে। আমরা রাষ্ট্রীয় জরুরি অবস্থা জারি করছি যার মাধ্যমে আপনাদেরকে জানাতে চাই যে, আমরা সংকটাপন্ন অবস্থায় আছি। ওকিনাওয়া অঞ্চলে গতকাল ৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে বলে শণাক্ত করা হয়।

http://www.anandalokfoundation.com/