13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যারা বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে তাদের ঋন শোধ হবে না -মেয়র লিটন

Ovi Pandey
February 21, 2020 6:27 pm
Link Copied!

মোঃ মাসুদুর রহমান শেখ,বেনাপোল: যারা বাংলা ভাষার জন্য বুকের তাজা রক্ত দিয়েছে, আমাদের ভাষাকে সম্মান  দিয়েছেন আমাদের জাতিকে সম্মান দিয়েছেন তাদের ঋন শোধ হবে না বলে জানিয়েছেন মেয়র লিটন।
  যশোর জেলা আওয়ামীলগের যুগ্ম সাধারন সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন বলেছেন, যারা আমাদের মায়ের ভাষা দেয়ার জন্য বুকের তাজা রক্ত ও প্রান দিয়েছেন, আমাদের ভাষাকে সম্মান  দিয়েছেন আমাদের জাতিকে সন্মান দিয়েছেন , আমাদের অস্তিত্বের জন্য লড়াই করেছেন সেই মুল শিকড় ছিল আজ থেকে ৬৮ বছর আগে। এমন একটি দিনে বাংলা ভাষার জন্য তাদের প্রান দিতে হলো ঢাকার রাজপথে। আমরা আজ সেই ভাষা প্রেমী মানুষদের আমাদের অস্তিত্বের দিন টুকু আমাদের পরিচয়ের দিনটুকু আমরা শ্রদ্ধাভরে স্মরন করব।
একদিন ইংরেজী ভাষার মত বাংলা ভাষা হবে পৃথিবীর আন্তর্জাতিক ভাষা। কথাগুলো বললেন বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনার এর শুভ উদ্বোধন ও শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুস্প অর্পন অনুষ্ঠানে বেনাপোল বলফিল্ডে সদ্য নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনার মঞ্চে মেয়র লিটন। শুক্রবার বেলা ৮ টার সময় বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বেনাপোল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এরপর সকাল সাড়ে ৯ টার সময় বেনাপোল এর জীবিত ২৫ জন বীর মুক্তিযোদ্ধা ২৫ টি কাইচি দিয়ে ফিতা কেটে বেনাপোল বাসীর দির্ঘদিনের প্রত্যাশার কেন্দীয় শহীদ মিনারটির শুভ উদ্বোধন করেন। উদ্বেধনী অনুষ্ঠানের আগে মেয়র লিটন শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে তার স্বাগত বক্তব্য বলেন , আমাদের ছেলে মেয়েদের দাবিএবং আমাদের সকল অভিভাবক এবং শ্রেনী পেশার মানুষের দাবি ছিল এ অঞ্চলে একটি উন্মুক্ত শহীদ মিনার হোক। আজ সেই শহীদ মিনার উন্মুক্তো ঘোষানা করা হলো। এখানে শিল্প, সাহিত্য, গল্প নাটক সহ সকল ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠন এর জন্য ব্যবহার করা যাবে। তবে একটি ব্যবস্থাপনা কমিটির মাধ্যেমে এসব অনুষ্টনের প্রক্রিয়া করতে হবে।
মেয়র লিটন বলেন অদের এই ভুখন্ড, সার্বোভৌমত্ব রক্ষার জন্য আমাদের পুর্ব পুরুষরা বার বার রক্ত দিয়ে দেশকে রক্ষা করেছে। জাতিকে নিয়ে গেছে এক অনন্য উচ্চতায় । কোন অন্যয্য দাবি অনধিকার তারা মেনে নেয়নি। আমরাও কোন অন্যয্য দাবি অনধিকার মেনে নিব না। আমরা এই দিনটিকে শোক দিবস হিসাবে পালন করতাম। যেদিন সারা বিশ্ব সন্মান জানিয়ে বাংলা ভাষাকে আন্তর্জতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে আমি সেইদিন থেকে বিশ্বাস করি ইংরেজী ভাষা বলে যেমন একজন লোক স্মার্টনেস মনে করে একদিন বাংলা ভাষা বলে সে স্মার্টনেস মনে করবে। বাংলা ভাষার শিল্প সাহিত্য কবিতা গল্প একদিন সারা পৃথিবী ছড়িয়ে পড়বে।
তিনি বলেন সুধিজন প্রিয়জন আপনজন প্রিয় বেনাপোল বাসী আমরা সবাই সবাইকে ভালবাসি। আর এই ভালবাসার মধ্যে দিয়ে আমাদের প্রানের টান অনুভুতি ভালবাসা এবং ভক্তিতে একটির একটি স্থাপনা প্রয়োজন। সেই ভাবে স্থাপনা তৈরী করে বেনাপোলকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সকলের চেষ্টা থাকবে। আমাদের মনে রাখতে হবে আমাদের সন্তানদেরকে একুশ এর চেতনা ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৬ মার্চ স্বাধীনতা দিবস, এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সম্পর্কে ধারনা দিতে হবে, এবং তা লালন করাতে হবে। কারন এ দিনগুলি আমরা রক্তের বিনিময়ে পেয়েছি। আমরা আমাদের স্বাধীনতার অস্তিত্বে ভালো কাজে সংস্কৃতি চর্চায় কোন বাধা মেনে নিব না। যা কিছু সুন্দর মহান আমরা তার সাথে থাকতে চাই। আমরা তা নিয়ে চর্চা করতে চাই।
এর আগে সকাল ৮ টার সময় বেনাপোলের বিভিন্ন স্কুল কলেজ, সামাজিক, রাজনৈতিক ও বিভিন্ন শ্রেনী পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন করেন বেনাপোল পৌরসভা, বেনাপোল পোর্ট থানা, বেনাপোল ব্যাংকার্স ফোরাম, আলহাজ্ব নুর ইসলাম ফুটবল একাডেমী, বাংলাদেশ আওয়ামীলীগ, বেনাপোল পৌর আওয়ামী যুবলীগ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম, পুজা উদযাপন পরিষদ, বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়, বিএন ইনষ্টিটিউট, আইডিয়াল কিন্ডার গার্টেন, বেনাপোল রেসিডেন্সিয়াল স্কুল,তালশারী মডেল স্কুল, দিশারী পাবলিক স্কুল, কাগজপুকুর প্রি-এন্ড হাইস্কুল,হাবিবুর রহমান ইনষ্টিটিউট, বেনাপোল শিশু একাডেমী, সরগম সংগীত একাডেমী, পৌর মহিলা আওয়ামীলীগ, শার্শা উপজেলা মহিলা আওয়ামীলীগ,কাগজপুকুর ওয়ার্ড আওয়ামীলীগ,নবদিগন্ত প্রি ক্যাডেট, কাগমারী প্রি-ক্যাডেট স্কুল, বেনাপোল পর্যটন মোটেল,শ্রমিক সংঘ ১৮৩৯, দিঘিরপাড় ওয়ার্ড, নবদিগন্ত প্রি-ক্যাডেড, বেনাপোল পৌর কর্মকর্তা কর্মচারী, সুযোগ পেলে মানুষ হবো পথ শিশু স্কুল, বেনাপোল ইমরাত শ্রমিক ইউনিয়ন, , শার্শা উপজেলা ও বেনাপোল পৌর ছাত্রলীগ, মাহীব ব্রীকস।
বেলা সাড়ে ১০ টার সময় স্থানীয় শিল্পী ও ঢাকা থেকে আগত শিল্পী বিশ্বাস অভিনেতা পলাশ ও কবি সঞ্জীব বিশ্বাস কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্টানে একুশ উপলক্ষে গান গেয়ে মঞ্চ মাতান। বিকাল ৩ টা থেকে সন্ধ্যা পর্যন্ত চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
http://www.anandalokfoundation.com/