দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কড়া নাড়ছে শীতের আগমনী বার্তা। দিনভর গরম আবহাওয়া থাকলেও গভীর রাত থেকে সকাল পর্যন্ত দেখা দিচ্ছে ঘন কুয়াশা। একই সঙ্গে বইতে শুরু করেছে উত্তরের হিমেল বাতাস। তব্র বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সূর্যের দেখা মেলায় ঘন কুয়াশার পরিমাণ কমছে।
রোববার (১৭ নভেম্বর) আবহাওয়া অফিস জানায়, সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
এদিন সকালে পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকতে দেখা যায়। কুয়াশার কারণে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করে বিভিন্ন যানবাহন। ঘন কুয়াশা উপেক্ষা করে শ্রমজীবীদের কাজে যেতে দেখা যায়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন বাংলানিউজকে বলেন, রোববার সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এর আগে শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি সেলসিয়াস।