স্টাফ রিপোর্টারঃ উচ্ছেদের পরদিন কল্যাণপুর পোড়াবস্তিতে আগুন লেগেছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।
বস্তিবাসীর অভিযোগ, পরিকল্পিতভাবে বস্তিতে আগুন দেয়া হয়েছে। তারা জানান, শুক্রবার সকালে মুখ ঢেকে কয়েকজন বস্তির বেশ কয়েকটি ঘরে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়।
এ সময় বস্তিবাসী বৃহস্পতিবার ভেঙে ফেলা বিভিন্ন ঘর থেকে মালামাল সরানোর কাজে ব্যস্ত ছিলেন। শুরুতে নিজ উদ্যোগে আগুন নেভানোর চেষ্টা করলেও পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।