13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইরাক থেকে মার্কিনসহ সব বিদেশি সৈন্যকে বিদায় করতে পার্লামেন্টে প্রস্তাবপাস

Brinda Chowdhury
January 6, 2020 9:19 am
Link Copied!

মার্কিন সৈন্যসহ সব বিদেশি সৈন্যকে ইরাক থেকে বিদায় করতে এক প্রস্তাব পাস হয়েছে ইরাকের পার্লামেন্টে ।

ইরানি জেনারেল কাসেম সোলাইমানি হত্যাকাণ্ডের কয়েকদিনই পরই ইরাকি পার্লামেন্টে এই প্রস্তাব পাস হলো।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, কোনো কারণেই যাতে বিদেশি সৈন্যরা ইরাকের স্থল, জল ও আকাশসীমা ব্যবহার করতে না পারে সে ব্যাপারে একটি নিষেধাজ্ঞা আরোপের আহ্বানও জানানো হয় ওই প্রস্তাবে।

এদিকে ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোয়ালিশন বাহিনী ঘোষণা করেছে, মার্কিন, ব্রিটিশ এবং অন্যান্য দেশের সৈন্যদের নিরাপত্তার স্বার্থে তারা ইরাকে আইএস-এর বিরুদ্ধে সামরিক তৎপরতা বন্ধ করে দিচ্ছে।

ইরাকে বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় পাঁচ হাজার সৈন্য রয়েছে। কাগজে-কলমে তারা মূলত উপদেষ্টা হিসেবে কাজ করছে।

ইরাকি এমপিদের প্রস্তাবের ওপর পার্লামেন্টে বিতর্ক শুরুর আগে ইরাকের অস্থায়ী প্রধানমন্ত্রী আদের আব্দুল মাহদি বলেন, যত দ্রুত সম্ভব মার্কিন সৈন্যদের ইরাক ছেড়ে চলে যাওয়া উচিৎ।

তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে সুস্থ এবং সঠিক সম্পর্কের খাতিরে’ ইরাকে মার্কিন সামরিক উপস্থিতির ইতি ঘটানো প্রয়োজন।

মার্কিন ড্রোন হামলায় জেনারেল সোলাইমানির সঙ্গে ইরাকের একজন শীর্ষস্থানীয় শিয়া মিলিশিয়া কমান্ডার আবু মাহদি আল মুহানদিসও নিহত হন, যা ইরাকের শিয়াদের মধ্যে প্রচণ্ড ক্ষোভ তৈরি করেছে।

জেনারেল সোলাইমানির হত্যাকাণ্ড নিয়ে ইরানের সঙ্গে যুদ্ধ শুরুর হুমকি তৈরি হওয়ায়, মধ্যপ্রাচ্যে আরো কয়েক হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।

http://www.anandalokfoundation.com/