13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আল্লাহর প্রতিশ্রুতি পূরণে মুমিনের করণীয়

Brinda Chowdhury
June 19, 2020 8:27 am
Link Copied!

সত্যভ্রষ্টরাই কোরআন পরিত্যাগ করে

ইরশাদ হয়েছে, ‘যে ব্যক্তি সত্যভ্রষ্ট সেই তা (কোরআন) পরিত্যাগ করে।’  (সুরা : জারিয়াত, আয়াত : ৯)

আল্লাহর প্রতিশ্রুতি অবশ্যই সত্য

ইরশাদ হয়েছে, ‘তোমাদেরকে দেওয়া প্রতিশ্রুতি অবশ্যই সত্য। কর্মফল দিবস অবশ্যম্ভাবী।’

(সুরা : জারিয়াত, আয়াত : ৫-৬)

মিথ্যাচারীরা অভিশপ্ত

ইরশাদ হয়েছে, ‘অভিশপ্ত হোক মিথ্যাচারীরা—যারা অজ্ঞ ও উদাসীন।’ (সুরা : জারিয়াত, আয়াত : ১০-১১)

তাহাজ্জুদ আল্লাহর প্রিয় আমল

ইরশাদ হয়েছে, ‘তারা (জান্নাতিরা) রাতের সামান্য অংশই ঘুমিয়ে কাটাত, রাতের শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত।’ (সুরা : জারিয়াত, আয়াত : ১৭-১৮)

ধনীর সম্পদে গরিবের অধিকার রয়েছে

ইরশাদ হয়েছে, ‘তাদের সম্পদে রয়েছে অভাবগ্রস্ত ও বঞ্চিতদের অধিকার।’ (সুরা : জারিয়াত, আয়াত : ১৯)

আল্লাহর প্রতিশ্রুতি পূরণে মুমিনের করণীয়

‘আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, তোমাদের মধ্য থেকে যারা ঈমান আনবে ও সৎকাজ করবে তাদেরকে তিনি ঠিক তেমনিভাবে খিলাফত দান করবেন যেমন তাদের পূর্বে অতিক্রান্ত লোকদেরকে দান করেছিলেন, তাদের জন্য তাদের দ্বীনকে মজবুত ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করে দেবেন, যে দ্বীনটি আল্লাহ তাদের জন্য পছন্দ করেছেন, তাদের (বর্তমান) ভয়-ভীতির অবস্থাকে নিরাপত্তায় পরিবর্তিত করে দেবেন। তারা যেন শুধু আমার ইবাদত করে এবং আমার সাথে কাউকে শরিক না করে।’ (সূরা আন নূর ৫৫)

http://www.anandalokfoundation.com/