13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আদালত নিষিদ্ধ করলে জামায়াত নির্বাচন করতে পারবে না: সিইসি

admin
August 22, 2017 5:59 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রধান নির্বাচন কমিশনার একেএম নূরুল হুদা
প্রবাসীরা দেশে এলে যারা ভোটার তালিকা থেকে বাদ পড়েছেন, তাদের অগ্রাধিকার দিয়ে স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘সব দলের সহযোগিতা ছাড়া ইসির একার পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এছাড়া আদালতের আদেশে জামায়াত নিষিদ্ধ হলে দলটি নির্বাচনের অযোগ্য হবে। নির্বাচন করতে পারবে না।’ মঙ্গলবার দুপুরে গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পরিষদের কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীরের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আঞ্চলিক নির্বাচন কমিশনার নকিব উদ্দিন মণ্ডল, গাজীপুরের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশীদ, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোকছেদুল ইসলাম প্রমুখ।

সভা শেষে দুপুর আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার উপজেলার হাইলজোর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ ও রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন।

এদিকে, ভোটার রেজিস্ট্রেশন করতে ওই কেন্দ্রে আসা কুয়েত প্রবাসী মোশারফ হোসেন (৩৫) বলেন, ‘সকাল ১১টার দিকে কেন্দ্রে এসে ছবি তুলি দুপুর আড়াইটার সময়।’ তিনি দাবী করেন, ‘কেন্দ্রের চারটি কম্পিউটারের মধ্যে দু’টিই অকার্যকর।’

বিবাদীয়া গ্রামের নাসির উদ্দিন বলেন, ‘রেজিস্ট্রেশন কেন্দ্রের কম্পিউটার অপারেটররা অদক্ষ।’ সাড়ে ১১টায় এসে তিনিও আড়াইটার দিকে ছবি তোলেন।

বেলাসী গ্রামের রোজিনা আকতার বলেন, ‘টিপসহি, তিনবার ছবি ওঠানো এবং সবশেষে রেজিস্ট্রেশন সম্পন্ন করেছি।’

উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ুন কবির এ প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, ‘এমন অভিযোগ কেউ করেনি। এমন হয়ে থাকলে খোঁজ নিয়ে সমাধান করা হবে। এছাড়া যদি কারও ছবি উঠাতে বা তথ্য সন্নিবেশন করতে কোনও সমস্যা হয়, তাহলে বুধবারও এ কার্যক্রম চালু থাকবে। ওইদিন সমস্যার সমাধান করা হবে।’

http://www.anandalokfoundation.com/