‘রুকনিয়াত কোনো পদ নয়, এটি আত্মিক উন্নয়ন ও আদর্শিক দৃষ্টান্ত স্থাপনের এক মহান দায়িত্ব। ইসলামী সমাজ বিনির্মাণে রুকনদের অগ্রণী ভ‚মিকাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি।’ বরিশালের গৌরনদীতে এক রুকন সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক মাওলানা আব্দুল জব্বার।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেলে গৌরনদী বাসস্ট্যান্ডসংলগ্ন আল-হেলাল দাখিল মাদ্রাসা মিলনায়তনে গৌরনদী উপজেলা জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে তিনি প্রধান অতিথির বক্তব্যে আরও বলেন, ‘রুকনদের জীবনাচরণ এমন হতে হবে, যা দেখে অন্যরা ইসলামের প্রতি আকৃষ্ট হবে। চরিত্র, আমল ও আখলাকের মাধ্যমে তাদের হতে হবে সমাজের অনুকরণীয় আদর্শ।’
এসময় জাতীয় নির্বাচন প্রসঙ্গে মাওলানা আব্দুল জব্বার বলেন, ‘বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসনের সচেতন জনগণ শিগগিরই একটিমাত্র পরিবর্তনের প্রত্যাশায় তাকিয়ে আছেন। ইসলামপন্থী, সৎ, জনকল্যাণে নিবেদিত প্রার্থী হিসেবে বরিশাল জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য হাফেজ মাওলানা কামরুল ইসলাম খানকে মানুষ নিজেদের প্রতিনিধিত্বে দেখতে চায়। ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠার এ যাত্রায় যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় আমাদের প্রস্তুত থাকতে হবে।’
গৌরনদী উপজেলা জামায়াতের আমির মাওলানা মো: আল-আমীনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা নায়েবে আমির ডা: মাহফুজুর রহমান, জেলা জামায়াত কর্মপরিষদের সদস্য ও বরিশাল-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান, সদস্য অধ্যাপক মো: সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা সেক্রেটারি মো: বায়েজিদ হোসেন শরীফ, সহকারী সেক্রেটারি মো: রুহুল আমিন সবুজ, পৌর জামায়াত আমির মাওলানা হাফিজুর রহমানসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।