13yercelebration
ঢাকা
শিরোনাম

জিআই হিসেবে স্বীকৃতি প্রদানের পাশাপাশি পণ্যের গুণগত মানের দিকে নজর দিতে হবে -শিল্পমন্ত্রী

ইউএস স্টেট ডিপার্টমেন্টের বাংলাদেশ ২০২৩ হিউম্যান রাইটস রিপোর্ট

দেশকে এগিয়ে নিতে কৃষির সকল স্তরে উন্নত প্রযুক্তির ব্যবহার অপরিহার্য -স্থানীয় সরকার মন্ত্রী

শুধু চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হয়ে তরুণদের জন্য চাকরির ক্ষেত্র তৈরি করবে -স্বাস্থ্য মন্ত্রী

তাপদাহ না কমলে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে তিন বিকল্প ভাবছে নীতি নির্ধারণী

সাতক্ষীরায় টিটিসিতে ৭৫ দিন মেয়াদী দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের মতবিনিময় ও সমাপনী অনুষ্ঠিত 

নোয়াখালীতে বৃষ্টির প্রার্থনায় ইসতিসকার নামাজ আদায়   

আজকের সর্বশেষ সবখবর

আজকে ব্রাজিল হারলে বা জিতলে যা হবে?

admin
June 22, 2018 2:27 pm
Link Copied!

চট্টগ্রাম অফিসঃ আজ গ্রুপ ‘ই’ এর গুরুত্বপূর্ণ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ কোস্টারিকা। খেলাটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে। ব্রাজিল এই মুহূর্তে ফিফা র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল। অপর দিকে কোস্টারিকা আছে ২৩ নম্বরে। তাই ব্রাজিল অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে।

ব্রাজিল তাদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র করে। সেই ম্যাচে সুইসরা ব্রাজিলের বিপক্ষে শারীরিক ফুটবল খেলে। ম্যাচে ২০ বছরের ফুটবল ইতিহাসে নেইমারকে সবচেয়ে বেশি ১০ বার ফাউল করা হয়। তবে সেসব অতীত। ড্র করে এমনিতেই বেশ বিপাকে আছে সেলেসাওরা। শঙ্কায় পড়ে গেছে তাদের পরের রাউন্ডে যাওয়া। কাল ব্রজিল জিতে গেলে কোনো চিন্তা নেই কোচ তিতের। কিন্তু হারলে বা ড্র করলে কি হবে?

নেইমাররা হারলে দুই ম্যাচ শেষে ব্রাজিলের পয়েন্ট হবে ১। শেষ ম্যাচ জিতলেও ব্রাজিলের পয়েন্ট হবে ৪। তখন পরের রাউন্ডের তরীটা অন্যদের বৈঠা দিয়ে বইতে হবে নেইমারদের। অর্থাৎ কাল কোস্টারিকার বিপক্ষে হারলে `কপালে বড় দুঃখ` আছে ব্রাজিলের। ড্র করলেও বিপদ। কারণ কাল ড্র করলে এবং পরের ম্যাচটা হারলে ব্রাজিলের পয়েন্ট হবে ২।

কিন্তু কাল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা কোস্টারিকাকে হারাতে পারলে সব কঠিন হিসেব অনেকটাই সহজ হয়ে যাবে। তখন ব্রাজিলের পয়েন্ট হবে ৪। সেই সঙ্গে বেড়ে যাবে আত্মবিশ্বাস। তখন শেষ ম্যাচে সার্বিয়া তেমন একটা বাধা হয়ে দাড়াতে পারবে না।

তাই কাল নিঃসন্দেহে ব্রাজিলের নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।

http://www.anandalokfoundation.com/