13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আগৈলঝাড়ায় রোপা বোরো ধান উপড়ে ফেলে জমি দখলের অভিযোগ

admin
December 4, 2018 5:16 pm
Link Copied!

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতাঃ বরিশালের আগৈলঝাড়ায় বিরোধীয় জমির রোপা বোরো ধান উপড়ে ফেলে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরেজমিন পরিদর্শন করেছে। জানাগেছে উপজেলার পশ্চিম বাগধা গ্রামের আঃ রহমান মোল্লা ও খালেক মোল্লার মধ্যে সাম্প্রতিক সময়ে জমি নিয়া বিরোধ চলে আসছিল।

আঃ রহমান মোল্লা জানান তিনি দীর্ঘ ২০ বৎসর পূর্বে বাগধা মৌজার ১০৯ নং খতিয়ানের এস,এ দাগ ২৬১ বিএস ৫৩৭৭ হাল ৮১ দাগের ৫৪ শতাংশ নাল জমি ক্রয় করে শান্তি পূর্ন ভাবে ভোগ দখল করে আসছিল। আঃ রহমান তার অভিযোগে জানান ওই গ্রামের আঃ খালেক মোল্লা জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে এই জমির মালিক দাবী করেন।

গত মাঠ জরিপে তার ত্রুটি পূর্ন দালিলিক কাগজপত্র প্রমানিত হওয়ায় সেটেলমেন্ট অফিসার তাকে মাঠ পর্চা দেয়নি। এনিয়ে খালেক মোল্লা জোর পূর্বক জমি দখলের চেষ্টা চালায়। সোমবার রহমান মোল্লা তার জমিতে বোরো ধানের চারা রোপন করে আসলে পরের দিন মঙ্গলবার ভোরে খালেক মোল্লা তার লোকজন নিয়ে রোপা ধানের চারা উপড়ে ফেলে জমি দখলের চেষ্টা চালায়।

এ ঘটনায় আঃ রহমান মোল্লা থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সরজমিন পরিদর্শন করেছে।

http://www.anandalokfoundation.com/