14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

সুজিত রায় নন্দীর বড় ভাই শ্রী অশোক রায় নন্দীর মৃত্যু

Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর বড় ভাই শ্রী অশোক রায় নন্দীর মৃত্যু । মৃত্যুকালীন তার বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি আজ ৪ মে শনিবার ভোর ৪.৩০ ঘটিকায় রাজধানীর গুলশান ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন( ওঁ দিব্যান লোকান্‌ স গচ্ছতু)।

প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য আজ বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ছায়ানট ভবনে মরদেহ রাখা হয়। সাড়ে ১২টায় সেগুনবাগিচা বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে মরদেহে শ্রদ্ধা নিবেদন করা হয়। দুপুর ২টায় বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির উদ্যোগে ঢাকার বাংলাবাজার ৩ লিয়াকত অ্যাভিনিউয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। বিকাল সাড়ে ৩ টায় ঢাকার পোস্তগোলা মহাশ্মশান ঘাটে শেষকৃত্য সম্পন্ন হবে।

অশোক রায় নন্দীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক, ব্যবসায়িক এবং সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

শ্রী অশোক রায় নন্দী নবযুগ প্রকাশনীর কর্ণধার, থিয়েটারের সাধারণ সম্পাদক, ছায়ানটের অন্যতম সদস্য এবং রিডার্স ওয়েজের অন্যতম কর্ণধার ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এবং মহানগর সার্বাজনীন কমিটির সভাপতি শ্রী মনীন্দ্র কুমার নাথ ও সাধারণ সম্পাদক শ্রী রমেন মন্ডল গভীর শোক প্রকাশ ও আত্মার সদগতি কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

অশোক রায় নন্দীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দ্যা নিউজ ডটকমের সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

http://www.anandalokfoundation.com/